Samsung আনছে ট্রাই-ফোল্ড স্মার্টফোন, পেটেন্টের অনুমোদন হয়ে গেল

স্যামসাং এর মতো সংস্থাও বিগত কিছু বছর ধরে তাদের নিজস্ব ট্রাই-ফোল্ড স্মার্টফোন প্রজেক্টের ওপর কাজ করছে। এখন অনুমান করা হচ্ছে যে সংস্থার বিশেষ এই ফোল্ডেবল ফোন এবার বাজারে আসছে।

Update: 2024-11-13 18:17 GMT

সুপরিচিত প্রযুক্তি সংস্থা, হুয়াওয়ে (Huawei) কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ট্রাই ফোল্ডিং স্মার্টফোন, মেট এক্সটি লঞ্চ করেছে। এদিকে, স্যামসাং (Samsung) এর মতো সংস্থাও বিগত কিছু বছর ধরে তাদের নিজস্ব ট্রাই-ফোল্ড স্মার্টফোন প্রজেক্টের ওপর কাজ করছে। এখন অনুমান করা হচ্ছে যে সংস্থার বিশেষ এই ফোল্ডেবল ফোন এবার বাজারে আসছে। আসলে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার কোম্পানির আসন্ন ট্রাই-ফোল্ড হ্যান্ডসেটের পেটেন্ট অনুমোদন করা হয়েছে, যা ফোল্ডিং ফোনের বাজারে স্যামসাংয়ের নতুন সংযোজনের ইঙ্গিত দেয়।

স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড স্মার্টফোনের পেটেন্ট অনুমোদন

যদিও স্যামসাং প্রোজেক্টটি সম্পর্কে নীরব রয়েছে, তবে এই পেটেন্টটি - ইউনাইটেড স্টেটস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস (ইউএসপিটিও)-এর কাছে ফাইল করা হয়েছে, যা এই পরবর্তী প্রজন্মের ফোল্ডেবলের জন্য স্যামসাংয়ের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কিছু আভাস দেয়। যদিও একটি পেটেন্ট কোনও প্রোডাক্টের বাণিজ্যিক লঞ্চ নিশ্চিত করে না, তবে এটি প্রায়শই কোম্পানিগুলির প্রযুক্তির উন্নয়নের দিকটিকে তুলে ধরে।

স্যামসাংয়ের এই নির্দিষ্ট পেটেন্টটি তিন বছরেরও বেশি সময় আগে দায়ের করা হয়েছিল, যা নভেম্বর মাসে এসে অনুমোদিত হয়েছে। এটি একটি ট্রাই-ফোল্ডিং ডিজাইন বর্ণনা করে, যা অনেকটা হুয়াওয়ে মেট এক্সটি ফোনের মতো। স্যামসাং ট্রাই-ফোল্ড ডিজাইনকে নিখুঁত করার দিকে আরও মনোনিবেশ করেছে। সংস্থাটি বাজারে প্রথম হওয়ার চেয়েও কার্যকারিতা এবং গুণমানকে অগ্রাধিকার দিয়েছে বলে মনে করা হচ্ছে। পেটেন্টটি একটি জেড-আকৃতির ফোল্ড প্রক্রিয়ার রূপরেখা প্রকাশ করেছে, যা ইতিমধ্যে হুয়াওয়ে মেট এক্সটি ফোনে দেখা গেছে। স্যামসাং কবে তাদের ট্রাই ফোল্ড হ্যান্ডসেটটি চালু করবে, তা এখনও স্পষ্ট নয়।

স্যামসাংয়ের ট্রাই ফোল্ড থেকে কী আশা করা যায়

যদিও স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড এখনও প্রাথমিক বিকাশের পর্যায়ে রয়েছে, তবে হুয়াওয়ের মেট এক্সটি মডেলের মতো ফর্ম ফ্যাক্টর থাকতে পারে। মেট এক্সটি-এর অভিনব জেড-আকৃতির ফোল্ডটি ১০.২ ইঞ্চির ৩কে ডিসপ্লে সহ উপস্থিত, যা ডিভাইসটিকে কার্যত একটি ট্যাবলেটে রূপান্তরিত করে। এই ডিজাইনটি বহুমুখীতা যোগ করে, ফলে মেট এক্সটি থেকে সম্পূর্ণ কার্যকরী ট্যাবলেটের অভিজ্ঞতা পাওয়া যায়, এছাড়া ফোনটির সাথে একটি অপশনাল কীবোর্ডও যুক্ত করা যায়। মেট এক্সটি-এর এমন ডিজাইন স্যামসাং গ্রহণ করতে পারে।

স্যামসাং এখনও পর্যন্ত তাদের জেড সিরিজের ফোল্ডেবল ফোনগুলির জন্য লেটেস্ট স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ চিপসেটই বেছে নিয়েছে। মাল্টিটাস্কিংয়ের সম্ভাবনার কারণে, আসন্ন স্যামসাং ট্রাই-ফোল্ডটি লেটেস্ট এবং সেরা স্ন্যাপড্রাগন চিপসেট অফার করতে পারে। স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড সম্পর্কে বিশদে জানার জন্য ক্রেতাদের এখনও বেশকিছু মাস অপেক্ষা করতে হতে পারে।

Tags:    

Similar News