10 হাজার টাকার কমে সেরা ক্যামেরা স্মার্টফোন, মাত্র 7150 টাকায় 108MP ক্যামেরা মোবাইল
10 হাজার টাকার কমে উপলব্ধ itel S24 ফোনে আছে 1612×720 পিক্সেল রেজোলিউশন সহ 6.6-ইঞ্চি এইচডি + ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz।
আপনি যদি 10,000 টাকার কম দামে সেরা ক্যামেরা ফোন খোঁজ করে থাকেন, তাহলে itel S24 আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ এই ফোনটি বর্তমানে অ্যামাজন ইন্ডিয়ায় মাত্র 8499 টাকায় উপলব্ধ। এতে 8GB র্যাম ও 128GB স্টোরেজ আছে। এছাড়া মেমোরি ফিউশন ফিচারের মাধ্যমে র্যাম 16 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লেও আছে।
itel S24 এর সাথে ব্যাঙ্ক অফারও দিচ্ছে অ্যামাজন। আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে ইএমআই ট্র্যানজ্যাকশনে অতিরিক্ত 1,349 টাকা ছাড় মিলবে। আবার যেকোনো ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে 500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এর সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার।
itel S24 এর ফিচার ও স্পেসিফিকেশন
10 হাজার টাকার কমে উপলব্ধ এই আইটেল ফোনে আছে 1612×720 পিক্সেল রেজোলিউশন সহ 6.6-ইঞ্চি এইচডি + ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। এই ডিসপ্লেটি 480 নিট পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার এতে আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো ডাইনামিক বার দেখা যাবে।
ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি G91 চিপসেট দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা বর্তমান, যার মধ্যে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দেওয়ার জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক আইটেল ওএস 13.5 কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এর কানেক্টিভিটির বিকল্পগুলির মধ্যে আছে ডুয়েল 4G ভোল্টি, ওয়াই-ফাই 802.11 বি / জি / এন, ব্লুটুথ 5, জিপিএস এবং 3.5 মিমি হেডফোন জ্যাক।