মাত্র 11999 টাকায় Samsung এর জনপ্রিয় 5G স্মার্টফোন, কোটি কোটি মানুষ কিনেছেন

By :  techgup
Update: 2024-09-06 09:03 GMT

Samsung এর জনপ্রিয় একটি 5G স্মার্টফোন কম দামে কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। এই অফার কোম্পানির অফিসিয়াল সাইটে উপস্থিত। আর এই ফোনটির নাম - Samsung Galaxy A14 5G। কাউন্টারপয়েন্টের রিপোর্ট অনুযায়ী, 2 কোটি মানুষ এই ডিভাইসটি কিনেছেন। ফলে‌ বলার অপেক্ষা রাখে না যে, এটি নিঃসন্দেহে একটি ভালো হ্যান্ডসেট।

Samsung Galaxy A14 5G কম দামে কেনা যাচ্ছে

স্যামসাং গ্যালাক্সি এ14 5জি এর 4 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট 16,499 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোনটি 4,500 টাকা ছাড়ে 11,999 টাকায় তালিকাভুক্ত।

অন্যদিকে ফ্লিপকার্টেও স্মার্টফোনটির উপর ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এরজন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকার করে পেমেন্ট করতে হবে। এরপর Samsung Galaxy A14 5G মাত্র 10,990 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন : Samsung-এর ডাবল ধামাকা, অসাধারণ ফোনের সঙ্গে আনছে ফ্ল্যাগশিপ ট্যাবলেট

Samsung Galaxy A14 5G কেনার আগে দেখুন স্পেসিফিকেশন

স্যামসাংয়ের এই হ্যান্ডসেটে রয়েছে অক্টাকোর প্রসেসর। আর এর সামনে দেখা যাবে 6.6 ইঞ্চি ফুল এইচডি + এলসিডি প্যানেল। এই ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

আরও পড়ুন : Vivo, Apple-দের টেক্কা দিয়ে বছরের সেরা ডিসপ্লের সঙ্গে বাজারে আসছে iQOO 13

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A14 5G ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Tags:    

Similar News