TCL 50 XL NXTPAPER 5G সহ একসঙ্গে পাঁচ পাঁচটি নতুন ফোন লঞ্চ করল TCL, ফিচারও খাসা

By :  SUPARNA
Update: 2024-01-09 13:21 GMT

CES 2024 টেক কনফারেন্সের প্রথম দিনে অর্থাৎ আজ (৯ই জানুয়ারি) TCL একাধিক প্রোডাক্টের উপর থেকে পর্দা সরালো। এক্ষেত্রে 118-inch mini LED TV মডেলটি এই ইভেন্টে লঞ্চ হওয়া সবথেকে উল্লেখযোগ্য তথা নজরকাড়া প্রোডাক্ট। তবে আলোচ্য প্রোডাক্টের পাশাপাশি সংস্থাটি আজ বহুল প্রতীক্ষিত TCL 50 স্মার্টফোন সিরিজেরও ঘোষণা করেছে। নবাগত এই লাইনআপের অধীনে মোট পাঁচটি মডেল এসেছে। প্রত্যেকটি ভ্যারিয়েন্ট আপাততভাবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চালু করা হয়েছে বলে জানা গেছে। যদিও সিরিজের ডিভাইসগুলি আমেরিকায় কবে নাগাদ বিক্রির জন্য উপলব্ধ হবে সেই তথ্য এখনো প্রকাশ্যে আনেনি সংস্থা।

TCL 50 সিরিজের ঘোষণা করা হল CES 2024 টেক ইভেন্টে

আজ TCL ব্র্যান্ড তাদের সর্বশেষ TCL 50 সিরিজের অধীনে মোট পাঁচটি স্মার্টফোন লঞ্চ করেছে। এগুলি হল -

  • TCL 50 XL NXTPAPER 5G
  • TCL 50 XE NXTPAPER 5G
  • TCL 50 XL 5G
  • TCL 50 XE 5G
  • TCL 50 LE

তালিকাভুক্ত প্রথম দুটি ফোন অর্থাৎ TCL 50 XL NXTPAPER 5G এবং TCL 50 XE NXTPAPER 5G-তে সংস্থার লেটেস্ট NXTPAPER 3.0 প্রযুক্তি সাপোর্ট করে। এক্ষেত্রে TCL দাবি করেছে যে, এই নয়া প্রযুক্তি - শার্প ইমেজ, প্রাণবন্ত রং, ডিপ কনট্রাস্ট এবং ন্যাচারাল মোশন বজায় রেখে ৬১% পর্যন্ত ক্ষতিকারক ব্লু লাইট ফিল্টার করতে সক্ষম। উল্লেখিত মডেলগুলি - সার্কুলারলি পোলারাইজড লাইট (CPL) ডিসপ্লে এবং NXTPAPER 3.0 প্রযুক্তি উভয়ের সংমিশ্রনে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদানে সক্ষম হবে। এছাড়া ফোন দুটিতে ব্যবহৃত ডিসি ডিমিং প্রযুক্তি চোখের উপর কম চাপ পড়তে দেবে এবং পাশাপাশি ফ্লিকার-ফ্রি ভিউয়িং অভিজ্ঞতা প্রদান করবে।

সিরিজের তৃতীয় মডেল TCL 50 XL 5G এসেছে ৬.৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেলের সাথে, যা ১২০ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই হ্যান্ডসেট - ডিটিএস সাউন্ড প্ৰযুক্তি সমর্থিত ডুয়াল স্পিকার সিস্টেম এবং ৫,০১০ এমএএইচ ক্যাপাসিটি ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে।

এদিকে TCL 50 XE 5G স্মার্টফোনে রয়েছে তুলনায় ছোট ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতেও - ডুয়াল স্পিকার সিস্টেম এবং ৫,০১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বিদ্যমান রয়েছে।

পরিশেষে সিরিজের সর্বশেষ মডেল TCL 50 LE ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬-ইঞ্চি ডিসপ্লে প্যানেল সহ এসেছে। ভালো সাউন্ড প্রদানের জন্য এতে ডুয়েল স্পিকার সিস্টেম পাওয়া যাবে। আবার ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উক্ত হ্যান্ডসেটটি সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফোন হিসাবে লঞ্চ হয়েছে৷

Tags:    

Similar News