Samsung-কে টেক্কা Tecno ফোল্ডেবল ফোনের, অর্ধেক দামে ভালো ক্যামেরা সহ শক্তিশালী ব্যাটারি

Tecno Phantom V Fold 2 5G একটি সিঙ্গল ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 12 জিবি র‌্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা। Samsung Galaxy Z Fold 6 5G এর 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 1,44,999 টাকা, 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম 1,56,999 টাকা।

Update: 2024-12-07 10:12 GMT

টেকনো গতকাল ভারতে টেকনো ফ্যান্টম V2 সিরিজের দুটি ফোল্ডেবল ফোন ভারতে লঞ্চ করেছে। এই সিরিজে অধীনে এসেছে Tecno Phantom V Flip 2 এবং Tecno Phantom V Fold 2। এর মধ্যে প্রথম মডেলটির দাম 34,999 টাকা। আর ভি ফোল্ড 2 এর দাম 79,999 টাকা। ভারতে Tecno Phantom V Fold 2 ফোনের সাথে Samsung Galaxy Z Fold 6 এর প্রতিযোগিতা চলবে। এখানে আমরা দুটি ফোনের দাম ও ফিচারের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করবো।

দাম

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 5G একটি সিঙ্গল ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 12 জিবি র‌্যাম ও 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 79,999 টাকা।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 5G এর 12GB + 256GB ভ্যারিয়েন্টের দাম 1,44,999 টাকা, 12GB + 512GB ভ্যারিয়েন্টের দাম 1,56,999 টাকা এবং 12GB + 1TB ভ্যারিয়েন্টের দাম স্যামসাংয়ের অফিসিয়াল সাইটে 1,88,499 টাকা।

কোন ফোনে রয়েছে বড় ডিসপ্লে?

টেকনো দাবি করেছে যে টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 5G মডেলে আছে 7.85-ইঞ্চি 2K+ (2000×2296 পিক্সেল) প্রাইমারি AMOLED ডিসপ্লে। সংস্থার দাবি, 1 লাখ টাকার কম দামী ফোল্ডেবল ফোনে এতেই সবচেয়ে বড় ডিসপ্লে আছে। এতে ৬.৪২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০×২৫৫০ পিক্সেল) অ্যামোলেড কভার ডিসপ্লেও পাওয়া যাবে। দুটি ডিসপ্লেতেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন।

স্যামসাংয়ের বুক স্টাইল ফোল্ডেবল ফোন গ্যালাক্সি জেড ফোল্ড 6 মডেলে রয়েছে 7.6 ইঞ্চি কিউএক্সজিএ+ (1856×2160 পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে। সাথে 6.3 ইঞ্চি এইচডি প্লাস (968×2376 পিক্সেল) ডায়নামিক অ্যামোলেড 2X কালার ডিসপ্লে দেখা যাবে

প্রসেসর

টেকনো এখনও Techno Phantom V Fold 2 5G এর ভারতীয় ভ্যারিয়েন্টের প্রসেসরটি প্রকাশ করেনি, তবে এর গ্লোবাল মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ চিপসেট রয়েছে। কোম্পানি জানিয়েছে যে এতে 24 জিবি পর্যন্ত র‌্যাম (12 জিবি এক্সটেন্ডেড র‌্যাম সহ) এবং 512 জিবি স্টোরেজ আছে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দ্বারা চালিত। এতে 12 জিবি পর্যন্ত র‌্যাম ও 1 টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

কার ক্যামেরা শক্তিশালী?

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 ফোল্ডেবল ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2X অপটিক্যাল জুম/20X ডিজিটাল জুম সহ 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। সেলফির জন্য এতে দুটি ক্যামেরা রয়েছে এবং উভয়ই 32 মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল ওআইএস এবং ডুয়েল পিক্সেল অটোফোকাস সহ 50-মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 10-মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা। সেলফির জন্যও রয়েছে দুটি ক্যামেরা। কভার ডিসপ্লেতে উপস্থিত 10 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভেতরের স্ক্রিনে 4 মেগাপিক্সেল ক্যামেরা আছে।

সবচেয়ে বড় ব্যাটারি কোন ফোল্ডেবল ফোনে?

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 ফোনে 70W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 5750mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে রয়েছে টাইপ-সি পোর্ট।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 ফোনে 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স সাপোর্ট সহ 4400mAh ব্যাটারি রয়েছে। চার্জিংয়ের জন্য এতে পাওয়া যাবে টাইপ-সি পোর্ট।

Tags:    

Similar News