iPhone 17 থেকে Galaxy S25, ২০২৫ সালে কী কী নতুন মোবাইল লঞ্চ হতে পারে, রইল তালিকা
iPhone 17, Galaxy S25 থেকে Xiaomi 15 Ultra, ২০২৫ সালে লঞ্চ হতে চলেছে একাধিক প্রিমিয়াম স্মার্টফোন। এই সমস্ত ডিভাইসে আপগ্রেড করতে পারেন আপনি। তালিকায় কী কী নাম রয়েছে আসুন জেনে নেওয়া যাক।;
বছর গড়ালেই অর্থাৎ ২০২৫ সালে বাজারে হাজির হবে একের পর এক প্রিমিয়াম স্মার্টফোন। এর মধ্যে রয়েছে iPhone 17 সিরিজ, Samsung Galaxy S25 সিরিজ, Xiaomi 15 Ultra এর মতো হাই-এন্ড স্মার্টফোন। ইতিমধ্যে টেক মহলে সেই সব ডিভাইস নিয়ে চর্চা শুরু হয়েছে। তাক লাগানো ফিচার ও চমকপ্রদ ডিজাইন নিয়ে হাজির হতে চলেছে একগুচ্ছ নতুন ডিভাইস।
২০২৫ সালে যেসব নতুন স্মার্টফোন লঞ্চ হবে
Samsung Galaxy S25 সিরিজ
বর্তমান Galaxy S24 সিরিজকে ছাপিয়ে যেতে চলেছে S25 সিরিজ। এই সিরিজে তিনটি মডেল লঞ্চ হতে পারে : S25, S25+ এবং S25 আলট্রা। এই ফোনগুলিতে একদম লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। মিলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক OneUI 17 সফটওয়্যার। এছাড়া একগুচ্ছ এআই ফিচার থাকবে S25 সিরিজে।
Xiaomi 15 Ultra
নতুন শাওমি ১৫ আল্ট্রা আসতে চলেছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং 2K LTPO মাইক্রো কার্ভ ডিসপ্লের সঙ্গে। ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল, ২০০ মেগাপিক্সেল টেলোফটো ক্যামেরা। এছাড়া পাওয়া যাবে ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং।
OnePlus Find X8 Ultra
ওয়ানপ্লাসের নতুন ফ্ল্যাগশিপ মডেলের নাম ফাইন্ড X8 আল্ট্রা। এই ফোনের বিশেষ চমক ১ ইঞ্চি ক্যামেরা সেন্সর, সঙ্গে দুটি পেরিস্কোপ লেন্স। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ছাড়াও মিলবে ৬০০০mAh ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং স্যাটেলাইট কমিউনিকেশনের সুবিধা।
Google Pixel 10
গুগলের ফ্ল্যাগশিপ মডেল পিক্সেল ১০ সিরিজ লঞ্চ হবে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে। এই ফোনে টেনসর জি৫ প্রসেসর দিতে চলেছে কোম্পানি। থাকবে এআই চালিত ক্যামেরা ফিচার যেমন - ভিডিয়োর জন্য সিনেমাটিক ব্লার এবং ছবি এডিটিংয়ের জন্য স্পিকার টু টুইক ফিচার।
iPhone 17 সিরিজ
প্রতি বছরের মতো আগামী বছর নতুন আইফোন ১৭ সিরিজ লঞ্চ করবে অ্যাপল। এই সিরিজের পূর্বসূরির মতো ডিজাইন এবং অ্যালমুনিয়াম ফ্রেম দেখা যেতে পারে। প্রো মডেলে পাওয়া যাবে ডুয়াল মেটিরিয়াল ব্ল্যাক, বড় ক্যামেরা এবং সরু ডাইনামিক আইল্যান্ড ফিচার। ৬.৩ ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে স্ট্যান্ডার্ড আইফোন ১৭ মডেলে।