নতুন মোবাইল ফোন 2024, মে মাসে কোন কোন নতুন স্মার্টফোন কবে লঞ্চ হবে দেখে নিন

By :  SUMAN
Update: 2024-05-21 10:55 GMT

মে মাসের প্রথম সপ্তাহ থেকেই একের পর এক স্মার্টফোন ভারতে আসছে। এই মাসের সবথেকে বড় চমক ছিল Google Pixel 8a মডেলটির আকস্মিক আগমন। এদিকে চলতি মাসের শেষের দিকেও একাধিক নতুন হ্যান্ডসেট ভারতে আত্মপ্রকাশ করবে। এই তালিকায় - Poco, Realme এবং Infinix -এর মতো জনপ্রিয় সংস্থার নাম সামিল রয়েছে। আসন্ন প্রত্যেকটি স্মার্টফোন দুর্দান্ত ফিচার অফার করবে বলে জানা গেছে। নীচে আসন্ন ফোনগুলির লঞ্চের তারিখ এবং নিশ্চিত ও সম্ভাব্য বিশেষত্ব সম্পর্কে আলোচনা করা হল…

২০২৪ সালের মে মাসে লঞ্চ হতে চলেছে এমন স্মার্টফোনগুলি

Realme GT 6T

রিয়েলমি তাদের এই নয়া হ্যান্ডসেট আগামীকাল অর্থাৎ ২২শে মে (বুধবার) এদেশে লঞ্চ করবে। মনে করা হচ্ছে, চীনের বাজারে হালফিলে আত্মপ্রকাশ করা রিয়েলমি জিটি নিও ৬ এসই (Realme GT Neo 6 SE) মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে এটি ভারতে আসবে। ফলে বিদ্যমান ও আসন্ন হ্যান্ডসেট দুটির ফিচার অনুরূপ হওয়ার সম্ভাবনা ব্যাপক। এক্ষেত্রে জানিয়ে রাখি, রিয়েলমি জিটি নিও ৬ এসই মডেলটি - ১.৫কে রেজোলিউশন ও ৬,০০০ নিট পিক ব্রাইটনেস যুক্ত 8T LTPO OLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ১০০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে লঞ্চ হয়েছে। অতএব এই প্রত্যেকটি ফিচার আসন্ন রিয়েলমি জিটি ৬টি ফোনও অফার করতে পারে৷

Poco F6

২৩শে মে (বৃহস্পতিবার) ভারতে লঞ্চ হবে পোকো এফ৬। সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এফ-সিরিজের অধীনে আসন্ন এই নয়া হ্যান্ডসেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। এটি উচ্চ রেজোলিউশন যুক্ত একটি OLED ডিসপ্লের সাথে আসবে। আবার সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, পোকো তাদের এই লেটেস্ট স্মার্টফোনের সাথে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। এই ব্যাটারি ওয়্যারড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এছাড়া কানাঘুষো শোনা যাচ্ছে, পোকো এফ৬ ফোনের দাম এদেশে ৪০,০০০ টাকার কম রাখা হবে।

Infinix GT 20 Pro

ইনফিনিক্স জিটি ২০ প্রো মডেলটি গত বছর আগত ইনফিনিক্স জিটি ১০ প্রো ফোনের উত্তরসূরি হিসাবে আসবে। এক্ষেত্রে আসন্ন হ্যান্ডসেটের হার্ডওয়্যার বিভাগ পূর্বসূরির তুলনায় বড়সড় আপগ্রেড পেতে পারে। সম্প্রতি রিপোর্ট অনুসারে, ডিভাইসটি হয়তো একটি মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট দ্বারা চালিত হবে। এর পিছনের প্যানেলে LED লাইট এবং সামনে একটি AMOLED ডিসপ্লে দেখা যাবে। প্রসঙ্গত সংস্থাটি হালফিলে টিজার পোস্টার শেয়ার করে নিশ্চিত করেছে যে, ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে আসবে। এছাড়া এটি ভারতে ২৫,০০০ টাকারও কমে লঞ্চ হবে বলেও জানা গেছে।

Tags:    

Similar News