ঝড়ের গতিতে ব্যাটারি হবে ফুল, 67W চার্জিং স্পিডের সঙ্গে নতুন স্মার্টফোন আনছে Xiaomi

Update: 2023-05-11 05:36 GMT

শাওমি তাদের পরবর্তী স্মার্টফোন হিসাবে Xiaomi Civi 3-এর ওপর থেকে শীঘ্রই পর্দা সরাবে বলে আশা করা হচ্ছে। এটি মে মাসের শেষ নাগাদ লঞ্চ হবে বলে জানা গেছে। এছাড়াও, কোম্পানিটি আগামী মাসে Xiaomi Mix 5, Redmi K60 Ultra এবং Mix Fold 3 লঞ্চ করবে বলেও শোনা যাচ্ছে। এমতাবস্থায় শাওমির একটি নয়া ফোন চীনের 3C (CCC) কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে৷ লিস্টিংটি শুধুমাত্র ডিভাইসটির মডেল নম্বর প্রকাশ করেছে এবং চার্জিং স্পিড সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। আসুন তাহলে এই নাম না জানা শাওমি ফোনটির বিষয়ে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

রহস্যময় Xiaomi ফোনের হদিস মিলল 3C সার্টিফিকেশন ডেটাবেসে

23054RA19C মডেল নম্বর সহ একটি নতুন শাওমি ফোন চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই প্রথম ফোনটির বিষয়ে কোনও তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। সেখানে নাম উল্লেখ না থাকার কারণে বোঝা যাচ্ছে না, এটি শাওমির কোন সিরিজের অধীনে বাজারে আসবে। তবে ৩সি কর্তৃপক্ষ জানিয়েছে যে, ফোনটিকে MDY-14-EV বা MDY15-EQ মডেল নম্বর সহ একটি ৬৭ ওয়াট চার্জারের সাথে পাঠানো হবে৷ সুতরাং, এতে সর্বোচ্চ ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

এগুলি ব্যতীত এই মুহূর্তে শাওমির এই অজানা স্মার্টফোনটির সম্পর্কে আর কোনও তথ্যই সামনে আসেনি। এটি অবশ্যই আসন্ন শাওমি সিভি ৩ এবং রেডমি কে৬০ আল্ট্রা নয়, কারণ এই ফোনগুলি যথাক্রমে 23046PNC9C এবং 23078PND5C মডেল নম্বরগুলি বহন করে, যা ৩সি-এর ডেটাবেসে উপস্থিত হ্যান্ডসেটটির মডেল নম্বরের থেকে ভিন্ন। আবার এটিকে শাওমি মিক্স ৫ বলেও মনে হচ্ছে না, কারণ এর পূর্বসূরি মিক্স ৪-এ ১২০ চার্জিং সাপোর্ট রয়েছে। তাই এর উত্তরসূরি মডেলে ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট আশা করা যায় না।

তবে যাই হোক না কেন, ফোনটির সম্পর্কে আগামী দিনে আরও তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে। কারণ এটিকে ৩সি-এর পাশাপাশি চীনের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (MIIT)-এর সাইটেও তালিকাভুক্ত করা হয়েছে। তাই, ডিভাইসটি অন্যান্য সার্টিফিকেশন ওয়েবসাইট এবং বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও শীঘ্রই উপস্থিত হবে বলে আশা করা যায়। আর ভবিষ্যতের সার্টিফিকেশন তালিকাগুলি এই নয়া শাওমি ফোনটির নাম ও স্পেসিফিকেশন সম্পর্কীত বিবরণ প্রকাশ করতে পারে।

Tags:    

Similar News