Vivo S20 3C Certification: ভিভো এস২০ সুপার ফাস্ট চার্জিং ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ বাজারে আসছে

Vivo S20 3C Certification - টেনা থেকে জানা গেছে যে, ভিভো এস২০ স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর।

Update: 2024-11-05 06:13 GMT

 Vivo S20 Launch Date

কিছুদিন আগে চীনের টেনা সার্টিফিকেশন সাইটে V2429A মডেল নম্বর সহ একটি ভিভো ফোনকে খুঁজে পাওয়া গিয়েছিল। অনুমান করা হচ্ছিল যে এটি ভিভো এস২০ (Vivo S20) নামে বাজারে আসবে‌। এখন একই মডেল নম্বর সহ ডিভাইসটি 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে স্মার্টফোনটির ফাস্ট চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে। এর আগে সামনে এসেছিল যে, ভিভো এস২০ ফোনে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

ভিভো এস২০ উপস্থিত হল 3C সার্টিফিকেশন সাইটে

থ্রিসি সার্টিফিকেশন সাইটেও V2429A মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে ভিভো এস২০। এর সাথে আসা চার্জার ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। উল্লেখ্য, ভিভো এস১৯ ফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হয়েছিল। অর্থাৎ উত্তরসূরীর চার্জিং স্পিডে সামান্য আপগ্রেড দেখা যাবে। আসুন টেনা থেকে ভিভো এস২০ সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

ভিভো এস২০ এর স্পেসিফিকেশন (লিক)

টেনা থেকে জানা গেছে যে, ভিভো এস২০ স্মার্টফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে থাকবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে কিনা তা জানা যায়নি।

পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো এস২০ মডেলে দেওয়া হবে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিনওএস কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটি জন্য থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি মাত্র ৭.১৯মিমি পুরু হবে।

Tags:    

Similar News