ভাল ছবি ওঠে না বলে মন খারাপ? আর চিন্তা নেই, দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo T3 Ultra
Vivo T3 Ultra ভারতে লঞ্চ হল আজ। Vivo T3, Vivo T3x, Vivo T3 Lite, and Vivo T3 Pro মডেলগুলির পর এই সিরিজের পঞ্চম মডেল হিসাবে এসেছে নয়া স্মার্টফোনটি। এই নয়া হ্যান্ডসেটে কার্ভড AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 9200+ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, IP68 ওয়াটার রেজিট্যান্স, ভিসি কুলিং সিস্টেম, ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Vivo T3 Ultra স্পেসিফিকেশন ও দাম
ভিভো টি৩ আল্ট্রা অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর ফানটাচ ওএস ১৪ সফটওয়্যারে রান করে। ফোনটিতে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে ( ১২৬০x১৮০০ পিক্সেল রেজোলিউশন) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর ফোনটিকে শক্তি জোগায়।
আরও পড়ুন : ৮ হাজার টাকার কমে Samsung Galaxy M05 ফোন ভারতে লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
ভিভো টি৩ আল্ট্রা ১২ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটির পিছনে অরা লাইট ফ্ল্যাশ সহ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন প্রযুক্তির ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা বর্তমান। সামনেও, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে।
থার্মাল ম্যানেজমেন্টের জন্য ভিভোর নয়া হ্যান্ডসেটে ভেপার চেম্পার কুলিং সিস্টেম রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারফ্রিন্ট সেন্সর ডিভাইসটির আকর্ষণ আরও বাড়িয়েছে। আইপি৬৮ ওয়াটার রেজিট্যান্স জল ও ধুলো থেকে ফোনটিকে রক্ষা করবে। এটির ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
আরও পড়ুন : দারুণ খবর! বাইকপ্রেমীদের হৃদয় ছুঁতে 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে নতুন TVS Apache
Vivo T3 Ultra-এর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৩১,৯৯৯ টাকা রাখা হয়েছে। অন্যদিকে, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা ও ৩৫,৯৯৯ টাকা। কোম্পানি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফ্ল্যাট ৩,০০০ টাকা ছাড় দিচ্ছে। ফোনটি ফরেস্ট গ্রীন ও লুনার গ্রে কালার স্কিমে পাওয়া যাবে। ১৯ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট, ভিভো ই-স্টোর সহ বিভিন্ন বিপণিতে সেল হবে।