Vivo T3 Ultra: শক্তিশালী প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরার স্মার্টফোন আনছে ভিভো, কাঁপাবে বাজার

By :  techgup
Update: 2024-09-02 06:43 GMT

Vivo তাদের T3 সিরিজে একটি দুর্দান্ত মডেল যুক্ত করার পরিকল্পনা করছে, যে লাইনআপে ইতিমধ্যেই Vivo T3 Lite 5G, Vivo T3x 5G, Vivo T3 5G, ও Vivo T3 Pro 5G লঞ্চ হয়েছে। নতুন মডেলটির নাম Vivo T3 Ultra হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে পারে। এক নতুন রিপোর্ট থেকে এই স্মার্টফোনের একঝাঁক স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।

Vivo T3 Ultra কেমন স্পেসিবিকেশন অফার করবে

রিপোর্ট অনুযায়ী, Vivo T3 Ultra ফোনে Dimensity 9200 Plus প্রসেসর থাকবে, যার আনটুটু বেঞ্চমার্কে স্কোর 1,60,000-এর বেশি। এই নতুন ভ্যারিয়েন্টটি Vivo T3 Pro-র থেকেও পাওয়ারফুল হবে, যা Snapdragon 7 Gen 3 অফার করে। প্রো মডেলটির দাম 24,999 টাকা, ফলে আল্ট্রা ভ্যারিয়েন্ট 30,000 টাকায় লঞ্চ হতে পারে।

আরও পড়ুন : Vivo T3 Ultra: ভিভোর দুর্দান্ত স্মার্টফোন আসছে, লঞ্চের আগেই দাম, ফিচার্স ফাঁস

প্রতিবেদনে আরও বলা হয়েছে, Vivo T3 Ultra-র বডি হবে IP68 রেটেড। এতে কার্ভড এজ AMOLED ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হবে। এটি 1.5 রেজোলিউশন ও 4500 নিটস পিক ব্রাইটনেস অফার করবে। ফোনটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS প্রযুক্তির Sony IMX921 প্রাইমারি ক্যামেরা থাকতে দেখা যাবে।

আরও পড়ুন : Realme 13 Pro+ এর নতুন পার্পেল কালার ভ্যারিয়েন্ট লঞ্চ করল, আজ সেলে 3,000 টাকা ছাড়

উল্লেখ্য, V2426 মডেল নম্বরের সঙ্গে ভিভোর এই নয়া ডিভাইসটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে দেখা গিয়েছে। সেখান থেকে Dimensity 9200 Plus চিপসটের উপস্থিতি নিশ্চিত করা গিয়েছে। এছাড়াও, এতে অন্তত 12 জিবি র‍্যাম ও Android 14 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গিয়েছে।

Tags:    

Similar News