লঞ্চের আগেই Vivo V40e 5G ফোনের দাম ফাঁস, ৮ জিবি র‌্যাম সহ থাকবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

By :  ANKITA
Update: 2024-09-18 05:10 GMT

Vivo V40e 5G নিয়ে বেশ কয়েকমাস ধরে গুঞ্জন চলছে। এটি গতমাসে ভারতে লঞ্চ হওয়া Vivo V40 সিরিজের নতুন স্মার্টফোন হবে। ইতিমধ্যেই এই নতুন ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ও ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এখন আবার Vivo V40e 5G এর দাম সহ বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে।

Vivo V40e 5G এর দাম ফাঁস

স্মার্টপ্রিক্স তাদের একটি প্রতিবেদনে ভিভো ভি৪০ই ৫জি এর দাম ও কালার প্রকাশ করেছে। ফোনটি মনসুন গ্রিন ও রয়্যাল ব্রোঞ্জ কালারে পাওয়া যাবে। আর ডিভাইসটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে - ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ।

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, Vivo V40e 5G এর দাম ২,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে রাখা হবে। এটি ভারতে OnePlus Nord 4 ও Nothing Phone (2a) এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরও পড়ুন : ক্যামেরায় মুগ্ধ করবে Vivo X200, লঞ্চের আগেই মুন মোডের ছবি প্রকাশ করল ভিভো

Vivo V40e 5G এর ফাঁস হওয়া স্পেসিফিকেশন

ভিভো ভি৪০ই ৫জি ফোনে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস দেবে। আর ভারতে এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলবে। আর জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে একে আইপি৬৫ রেটিং সহ আনা হবে।

আরও পড়ুন : Chandra Grahan Date Time: শুরু হয়েছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ, ভারত ও বাংলাদেশে দেখা যাবে?

পারফরম্যান্সের জন্য Vivo V40e 5G স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। আর এতে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ডিভাইসটি ৫,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News