Vivo X Fold 3 Pro থেকে Samsung Galaxy Z Fold 6, চলতি বছরে লঞ্চ হয়েছে এই ফোল্ডেবল ফোনগুলি
Samsung Galaxy Z Fold 6 5G ফোনের সামনে দেখা যাবে 7.6 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে। এর বাইরের ডিসপ্লের সাইজ 6.3 ইঞ্চি। হাই স্পিড পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
2024 সালের আর মাত্র কয়েকদিন বাকি। এই বছরটি স্মার্টফোনের বাজারের জন্য যথেষ্ট ভালো গিয়েছে। সস্তা থেকে দামি, প্রতিটি সেগমেন্টেই দেখা গেছে একাধিক স্মার্টফোন। তবে সবচেয়ে বেলি আলোচনা হচ্ছে ফোল্ডেবল ফোন নিয়ে। 2024 সালে ভারতের বাজারে অনেক নতুন ফোল্ডেবল ফোন এন্ট্রি নিয়েছে। আর ডিভাইসগুলি ফ্যানদের কাছ থেকে ভালোরকম সাড়া পেয়েছে।
চলতি বছরে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে টেক জায়ান্ট গুগল। গুগল বছরের শুরুতে বাজারে নিয়ে আসে Pixel 9 Pro Fold। এর পর স্যামসাংও প্রতি বছরের মতো এবছরও নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। আসুন এই বছর লঞ্চ হওয়া ফোল্ডেবল স্মার্টফোনগুলির নাম, ফিচার ও দাম দেখে নেওয়া যাক।
Google Pixel 9 Pro Fold
গুগল পিক্সেল 9 প্রো ফোল্ড ফোনে আপনি পাবেন একাধিক চমকপ্রদ ফিচার। এতে অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে গ্লাস ব্যাক উপস্থিত। এতে এলটিপিও ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ভেতরের দিকে রয়েছে 8 ইঞ্চি ডিসপ্লে এবং বাইরের দিকে রয়েছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। এতে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। ফটোগ্রাফির জন্য 48 + 10.8 + 10.5 মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 10 মেগাপিক্সেল ক্যামেরা। পারফরম্যান্সের কথা বললে এতে গুগল টেনসর জি 4 চিপসেট দেওয়া হয়েছে। এর 256GB ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে 1,72,999 টাকা।
Vivo X Fold 3 Pro
ভিভোও এবছর তাদের ফোল্ডেবল ফোন বাজারে এনেছে। ভিভো এক্স ফোল্ড 3 প্রো ডিভাইসে আছে 8.03 ইঞ্চি ডিসপ্লে। সেকেন্ডারি ডিসপ্লের কথা বললে, এর সাইজ 6.53 ইঞ্চি। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হয়েছে। ক্যামেরার কথা বললে, এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেকেন্ডারি ক্যামেরার রেজোলিউশন 64 মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরা 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। এতে 16 জিবি পর্যন্ত র্যাম এবং 1 টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এই স্মার্টফোনের দাম 1,59,999 টাকা।
Samsung Galaxy Z Fold 6 5G
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 6 5G ফোনের সামনে দেখা যাবে 7.6 ইঞ্চি প্রাইমারি ডিসপ্লে। এর বাইরের ডিসপ্লের সাইজ 6.3 ইঞ্চি। হাই স্পিড পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 10 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,400mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এতে 12 জিবি পর্যন্ত র্যাম এবং 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এর দাম 1,49,999 টাকা।
Tecno Phantom V Fold 2
টেকনো ফ্যান্টম ভি ফোল্ড 2 ফোনের ভিতরের দিকে 7.85-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে এবং বাইরের দিকে 6.42-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9000+ প্রসেসর দ্বারা চালিত। এতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। এই ফোল্ডেবল স্মার্টফোনে 50 + 50 + 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোল্ডেবল স্মার্টফোনে 5750mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অ্যামাজনে এর দাম রাখা হয়েছে 79,999 টাকা।