ভিভো এক্স২০০ আল্ট্রা অ্যান্ড্রয়েডের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে আসছে

Update: 2024-10-22 08:47 GMT

ভিভো কিছুদিন আগেই চীনে ভিভো এক্স২০০, এক্স২০০ প্রো ও এক্স২০০ প্রো মিনি স্মার্টফোন লঞ্চ করেছে। এগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর সহ প্রথম ফোন হিসেবে এসেছে। এবার ভিভো কোয়ালকমের এবছরের সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে কাজ শুরু করেছে, আর এই ডিভাইসের নাম হল ভিভো এক্স২০০ আল্ট্রা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে ফোনটি লঞ্চ হতে পারে। আজ ভিভোর তরফে আসন্ন এই হ্যান্ডসেটের টিজার প্রকাশ করা হয়েছে। এছাড়া নিশ্চিত করা হয়েছে যে, ভিভো এক্স২০০ আল্ট্রা ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে।

ভিভো এক্স২০০ আল্ট্রা আসছে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে

উল্লেখ্য, ভিভো-কে আমরা একই ধরনের কৌশল আগেও অবলম্বন করতে দেখেছি।‌ ভিভো এক্স১০০ ও এক্স১০০ প্রো মডেলে কোয়ালকম ৯৩০০ প্রসেসর ব্যবহার করেছিল সংস্থাটি। আর ভিভো এক্স১০০ আল্ট্রা এসেছিল স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সাথে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। সংস্থাটি আগেই মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী ডাইমেনসিটি ৯৪০০ প্রসেসর সহ এক্স২০০ সিরিজের বেস ও প্রো মডেল লঞ্চ করেছে। আজ আবার টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে যে, সিরিজের আল্ট্রা মডেল অর্থাৎ ভিভো এক্স২০০ আল্ট্রা কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের সাথে আসবে।

আগেই বলেছি যে, ভিভোর সবচেয়ে প্রিমিয়াম এই স্মার্টফোন ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই ডিভাইসটির স্পেসিফিকেশন সামনে আসতে শুরু করেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন ভিভো এক্স২০০ আল্ট্রা ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। আবার এতে স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার সাপোর্ট করতে পারে বা এর কোনো স্যাটেলাইট এডিশন আনা হতে পারে।

ভিভো এক্স২০০ আল্ট্রা দাম | Vivo X200 Ultra Price

টিপস্টার বলেছেন ভিভো এক্স২০০ আল্ট্রা এর দাম চীনে প্রায় ৭০,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে। এই ফোনটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা, ওপ্পো ফাইন্ড এক্স৮ আল্ট্রা, শাওমি ১৫ আল্ট্রা এর মত ডিভাইসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য, ভিভো এক্স১০০ ও ভিভো এক্স১০০ প্রো গ্লোবাল মার্কেটে লঞ্চ হলেও, আল্ট্রা মডেলটি গ্লোবাল মার্কেটে আসেনি। আপকামিং এক্স২০০ আল্ট্রা বিশ্ব বাজারে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি।

Tags:    

Similar News