Vivo Y18i: আমজনতার মুখে হাসি ফুটিয়ে ৮ হাজার টাকার মধ্যে নতুন ফোন আনল ভিভো

By :  techgup
Update: 2024-07-28 11:44 GMT

আমজনতার জন্য খুব সস্তায় একটি নতুন স্মার্টফোন নিয়ে হাজির হল ভিভো। ভারতে ফোনটি চুপিচুপি লঞ্চ করেছে সংস্থা। সংস্থার ওয়াই১৮ এবং ওয়াই১৮ই ফোন দু'টি লঞ্চ হওয়ার পর এই নয়া মডেলটির আগমন ঘটেছে, যার নাম ভিভো ওয়াই১৮আই। দাম কম হলেও এই ডিভাইসে শক্তিশালী ব্যাটারি, আইপি৫৪ ওয়াটার প্রোটেকশন ও অ্যান্ড্রয়েড ১৪ আছে। চলুন ভিভো ওয়াই১৮আই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই১৮আই স্পেসিফিকেশন ও ফিচার্স

ভিভোর এই নতুন ফোনে ৬.৫৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা বেসিক এইচডি+ রেজোলিউশন ও ৫২৮ নিটস ব্রাইটনেস অফার করে। সঙ্গে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট থাকার ফলে কনেন্ট স্ক্রল করা স্মুদ হয়ে উঠবে। বাজেট ফোন হওয়ার কারণে এতে ইউনিসক টি৬১২ প্রসেসর মিলবে। এটি ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের একটাই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। অতিরিক্ত স্টোরেজের জন্য ১ টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ভিভো ওয়াই১৮আই-এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম নির্ভর ফানটাচওএস ১৪ সফটওয়্যারে চলবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে৷। আইপি৬৪ রেটিং একে জল ও ধুলো থেকে রক্ষা করবে।

ভিভো ওয়াই১৮আই দাম

ভিভোর নতুন ফোনটির ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। এটি দুই কালার ভ্যারিয়েন্টে এসেছে - জেম গ্রীন ও স্পেস ব্ল্যাক। ওয়াই১৮আই অনলাইন থেকে শুরু করে অফলাইন স্টোরগুলিতে শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News