আমআদমির কথা ভেবে এবার সস্তায় ফোন আনছে Vivo, থাকতে পারে 50MP ক্যামেরা

Update: 2024-05-17 07:21 GMT

Vivo Y28s 5G স্মার্টফোনটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে৷ ভিভোর Y সিরিজের হ্যান্ডসেটগুলি মূলত কম দামে একগুচ্ছ আকর্ষণীয় স্পেসিফিকেশন অফার করে থাকে। আসন্ন ফোনটিকেও এন্ট্রি-লেভেল ডিভাইস সেগমেন্টে যুক্ত করতে চলেছে ভিভো। আর এখন Vivo Y28s 5G মডেলটিকে সিকিউসি (CQC) সহ একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা এর আসন্ন লঞ্চের দিকে ইঙ্গিত করছে। আসন্ন এই ফোনটি স্ট্যান্ডার্ড Vivo Y28 ফোনের উত্তরসূরি হিসেবে আসতে চলেছে। এখনও পর্যন্ত আপকামিং হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo Y28s 5G শীঘ্রই বাজারে পা রাখতে চলেছে

"V2346” মডেল নম্বর সহ ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনটি একটি অনলাইন ডেটাবেসে উপস্থিত হয়েছে। যদিও এর স্পেসিফিকেশন সম্পর্কে লিস্টিং থেকে কোনও তথ্য উঠে আসেনি, তবে ফোনের সিকিউসি সার্টিফিকেশন এতে ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট থাকবে বলে নিশ্চিত করেছে। এটি তার পূর্বসূরি, ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনের চার্জিং গতির সাথে মেলে। মনে করা হচ্ছে যে ভিভো স্ট্যান্ডার্ড ভিভো ওয়াই২৮ মডেলের তুলনায় নতুন ফোনটিতে বেশিকিছু মিলবে না। ভিভো ওয়াই২৮ ব্র্যান্ডের ওয়াই সিরিজের মধ্যে পড়ে, যা তার এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশনের জন্য পরিচিত। ভারতে ফোনটির দাম মাত্র ১৩,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

আগেই উল্লেখ করা হয়েছে যে, ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনটিকে চায়না কোয়ালিটি সার্টিফিকেশন সেন্টারের প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করছে। সার্টফিকেশন সাইটে ডিভাইসটির নামের উল্লেখ না থাকলেও, অপর একটি ডেটাবেসে V2346 মডেল নম্বরটিকে ভিভো ওয়াই২৮এস ৫জি হ্যান্ডসেটের সাথে যুক্ত বলেই দাবি করেছে। আশা করা হচ্ছে যে, এই ফোনটি প্রাথমিকভাবে চীনে আত্মপ্রকাশ করবে, কারণ ফোনটি সর্বপ্রথম চীনা সিইকিউসি ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। তবে, অন্যান্য দেশের বাজারে এর প্রাপ্যতা নিয়ে, এখনও অস্পষ্টতা রয়েছে। আশা করা যায় আগামী দিনে এবিষয়ে বিশদে জানা যাবে।

তবে জানিয়ে রাখি, Vivo Y28s 5G ফোনটি স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি আনবে হলে মনে করা হচ্ছে না। ফোন দুটির চার্জিং গতি একই রকম। তবে, অনুরূপ চার্জিং গতির অর্থ এই নয় যে এগুলি একে অপরের ক্লোন হবে। যেমন, Vivo Y20 এবং Y20s মডেল দুটির চার্জিং গতি এবং ব্যাটারির ক্ষমতা একই, কিন্তু এগুলি ভিন্ন চিপসেট অফার করে। তবে আশা করা যায় যে, আসন্ন Vivo Y28s 5G বেস মডেলটির মতো একই ধরনের বৈশিষ্ট্য অফার করবে।

প্রসঙ্গত, Vivo Y28 হল একটি এন্ট্রি-লেভেল ফোন, যা MediaTek Dimensity 6020 চিপসেটে চলে। হ্যান্ডসেটটি ৪ জিবি/ ৮ জিবি র‍্যাম বিকল্প রয়েছে এবং উভয় ভ্যারিয়েন্টই ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ ইউনিটের সাথে যুক্ত। ফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের আইপিএস এলসিডি প্যানেল রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y28 ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। তবে ফোনটি শুধুমাত্র ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড (FPS) হারে ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। পরিশেষে, Vivo Y28 ফোনটিতে ১৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে।

Tags:    

Similar News