6500mah ব্যাটারি ও 80W চার্জিং, বাজার দখলের লড়াইয়ে সেরা ফোন আনছে Vivo
Vivo Y300 সিরিজটি শীঘ্রই বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন Vivo Y300 Pro 5G ফোনটিকে SGS Fimko সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে।
ভিভো গ্লোবাল এবং চীনা বাজারে Vivo Y300 5G সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, এসজিএস ফিমকো (SGS Fimko) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে Vivo Y300 Pro 5G-এর চীনা ভ্যারিয়েন্টটি হাজির হয়েছে। এই সার্টিফিকেশন থেকে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।
Vivo Y300 Pro 5G পেল SGS Fimko সার্টিফিকেশন
মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুযায়ী, এসজিএস ফিমকো সার্টিফিকেশন প্ল্যাটফর্মে V2410A মডেল নম্বর সহ একটি ভিভো স্মার্টফোন তালিকাভুক্ত হয়েছে। মডেল নম্বরটি ভিভো ওয়াই৩০০ প্রো ৫জি ফোনের সাথে যুক্ত বলে মনে করা হচ্ছে, কারণ ডিভাইসটি সম্প্রতি চায়না কম্পালসারি সার্টিফিকেশনে দেখা গেছে। এসজিএস ফিমকো সার্টিফিকেশন অনুযায়ী, ডিভাইসটি ১৬৩.২৮ x ৭৬.২৯ x ৭.৬৯ মিলিমিটার এবং এর ওজন ১৯৫ গ্রাম হবে।
চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্রকাশ করেছে যে ভিভো স্মার্টফোনটি ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং ৫জি মোবাইল কানেক্টিভিটির সাথে আসবে। স্মার্টফোনের রিটেইল বক্স প্যাকেজিং সম্প্রতি ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং ওয়েবসাইট)-তে ফাঁস হয়েছে, যা একটি বড় ৬,৫০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করে৷ তবে এটি ছাড়া অন্যান্য স্পেসিফিকেশন এই মুহূর্তে অজানা।
সম্প্রতি, Vivo Y300 5G এবং Vivo Y300 Pro 5G ফোনগুলিকে যথাক্রমে V2416 এবং V2402 মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) ডেটাবেসেও দেখা গেছে। জানিয়ে রাখি, পূর্বসূরি Vivo Y200 Pro 5G ফোনে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ৩ডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি Qualcomm Snapdragon 695 প্রসেসর দ্বারা চালিত এবং এটি সর্বোচ্চ ৮ জিবি র্যামের সাথে যুক্ত।
ক্যামেরার ক্ষেত্রে, Vivo Y200 Pro 5G হ্যান্ডসেটে ৬৪ জিবি প্রাইমারি ক্যামেরা এবং একটি অরা এলইডি ফ্ল্যাশলাইট সহ একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা রয়েছে৷ সেলফির জন্য, Vivo Y200 Pro 5G হ্যান্ডসেটের সামনে কেন্দ্রীভূত পাঞ্চহোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে।