Vivo Y300: মিড-রেঞ্জে ঝড় তুলবে, জম্পেশ ফিচার্সের সঙ্গে আসছে ভিভোর নতুন ফোন
ভিভো বাজারে আনছে নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন সিরিজ, ভিভো ওয়াই৩০০। শোনা যাচ্ছে এই লাইনআপে ভিভো ওয়াই৩০০ ৫জি এবং ভিভো ওয়াই৩০০ প্রো ৫জি হ্যান্ডসেট দুটি অন্তর্ভুক্ত থাকবে। এখন এর মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটিকে আইএমইআই ডেটাবেসে স্পট করা গেছে।
নতুন ভিভো ওয়াই৩০০ সিরিজের সাথে মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে নতুন ডিভাইস উন্মোচন করতে চলেছে ভিভো। যদিও আসন্ন ওয়াই সিরিজটি এখনও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি, তবে আইএমইআই ডেটাবেসে ভিভো ওয়াই৩০০ ৫জি হ্যান্ডসেটটিকে দেখা গেছে। কি কি তথ্য উঠে এসেছে এই ফোনটির সর্ম্পকে, আসুন দেখে নেওয়া যাক।
ভিভো ওয়াই৩০০ ৫জি মডেলকে দেখা গেল আইএমইআই ডেটাবেসে
ভিভো ওয়াই২০০-এর সাফল্যের পরিপ্রেক্ষিতে, অনুমান করা হচ্ছে যে ভিভো ওয়াই৩০০ ৫জি আরও উন্নত বৈশিষ্ট্যগুলি অফার করবে। এই নতুন স্মার্টফোনগুলি ইউজারদের উন্নত ফিচার এবং চরম পারফরম্যান্স প্রদানের মাধ্যমে মিড-রেঞ্জের স্মার্টফোন মার্কেটে আকষর্ণীয় বিকল্প হয়ে উঠবে।
জানিয়ে রাখি, ভিভো ওয়াই৩০০ প্রো ৫জি হ্যান্ডসেটটি সর্ম্পকে কয়েক মাস আগে জানা গিয়েছিল। আর এখন সিরিজের রেগুলার মডেল, ভিভো ওয়াই৩০০ ৫জি মডেলটিকে ভি২৪১৬ মডেল নম্বর সহ আইএমইআই ডেটাবেসে দেখা গেছে। যদিও ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনের স্পেসিফিকেশন সর্ম্পকে বর্তমানে খুব বেশি কিছু জানা যায়নি। তবে, এই নতুন মডেলটি কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারনা পেতে, এর পূর্বসূরি ভিভো ওয়াই২০০ মডেলের বৈশিষ্ট্যগুলি দেখা যেতে পারে।
প্রসঙ্গত, ভিভো ওয়াই২০০ আকর্ষনীয় ফিচার অফার করে এবং এটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসরে চলে এবং এটি ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ এসেছে। ভিভো ওয়াই২০০ মডেলের সামনে ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই অ্যামোলেড প্যানেলে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
যদিও, ভিভো ওয়াই৩০০ সিরিজের অফিসিয়াল লঞ্চের তারিখ এবং বিস্তারিত স্পেসিফিকেশন এখনও জানা যায়নি, তবে এটা স্পষ্ট যে এই মডেলটি বাজারে লক্ষণীয় প্রভাব ফেলতে প্রস্তুত। আরও তথ্য উপলব্ধ হওয়ার সাথে সাথে ভিভো ওয়াই৩০০ সিরিজের বৈশিষ্ট্যগুলি এবং প্রকাশের টাইমলাইন সম্পর্কে আরও স্পষ্টভাবে জানা যাবে বলে আশা করা যায়।