Xiaomi 15 Pro Launched: শাওমি ১৫ প্রো স্যাটেলাইট কানেক্টিভিটি সহ লঞ্চ হল, রয়েছে দুর্ধর্ষ ক্যামেরা সহ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর
Xiaomi 15 Pro Launched - শাওমি ১৫ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,২৯৯ ইউয়ান, যা প্রায় ৬২,৪০০ টাকার সমান। আবার এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৩০০ টাকা) ও ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৬,৫০০ টাকা)।
প্রত্যাশা মতোই শাওমি ১৫ সিরিজ আজ চীনে লঞ্চ হল। এই সিরিজের অধীনে দুটি মডেল এসেছে শাওমি ১৫ ও শাওমি ১৫ প্রো। বলার অপেক্ষা রাখে না যে এরমধ্যে প্রো মডেলটি বেশি প্রিমিয়াম, এর দাম শুরু হয়েছে প্রায় ৬২,০০০ টাকা থেকে। শাওমি ১৫ প্রো (Xiaomi 15 Pro) ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আছে স্যাটেলাইট কানেক্টিভিটি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ২কে ওএলইডি ডিসপ্লে, উন্নত কুলিং সিস্টেম, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৬১০০ এমএএইচ ব্যাটারি। আর এর স্পেশাল ভ্যারিয়েন্ট হিসেবে ব্রাইট সিলভার এডিশন আনা হয়েছে।
শাওমি ১৫ প্রো দাম ও উপলব্ধতা - Xiaomi 15 Pro Price and Availability
শাওমি ১৫ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫,২৯৯ ইউয়ান, যা প্রায় ৬২,৪০০ টাকার সমান। আবার এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৬৮,৩০০ টাকা) ও ৬,৪৯৯ ইউয়ান (প্রায় ৭৬,৫০০ টাকা)। আর শাওমি ১৫ প্রো ব্রাইট সিলভার এডিশন এর দাম আরও ২০০ ইউয়ান (প্রায় ২,৩০০ টাকা) বেশি রাখা হয়েছে।
আগামী ৩১ অক্টোবর থেকে এর সেল শুরু হবে। ফোনটি গ্রীন, রক গ্রে, হোয়াইট কালারে পাওয়া যাবে। ভারত সহ বিশ্ব বাজারে শাওমি ১৫ প্রো কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
শাওমি ১৫ প্রো: স্পেসিফিকেশন ও ফিচার
স্পেসিফিকেশনের কথা বললে শাওমি ১৫ প্রো স্মার্টফোনে আছে ৬.৭৩ ইঞ্চি ২কে এলটিপিও ওএলইডি কার্ভড ডিসপ্লে, যা ৩২০০ x ১৪৪০ পিক্সেল রেজোলিউশন, ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেট ও ৩২০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস ২.০ ব্যবহার করা হয়েছে। এই প্রিমিয়াম ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এর তুলনায় ৪৫ শতাংশ ভালো সিঙ্গেল ও মাল্টি কোর পারফরম্যান্স অফার করবে।
শাওমি ১৫ প্রো ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র্যাম ও ১ টিবি পর্যন্ত ইউএফসি ৪.০ স্টোরেজ সহ পাওয়া যাবে। আর তাপ নিয়ন্ত্রণের জন্য এই ফোনে গোলাকার শেপে কুলিং সিস্টেম উপস্থিত। আবার পারফরম্যান্স জোরদার করতে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে শাওমির হাইপারকোর। অপারেটিং সিস্টেম হিসেবে এতে হাইপারওএস ২.০ রয়েছে।
ক্যামেরার কথা বললে, শাওমি ১৫ প্রো ফোনে লাইকা দ্বারা ডেভেলপ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৪৪ অ্যাপারচার ও ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি৯০০ প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং এস৫কেজেএন১ আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ওআইএস সাপোর্ট যুক্ত ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫৮ পেরিস্কোপ টেলিফটো সেন্সর। এই পেরিস্কোপ ক্যামেরা ৫এক্স অপটিক্যাল জুম এবং ১০এক্স লসলেস জুম সাপোর্ট করে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য শাওমি ১৫ প্রো স্মার্টফোনে ৩২ মেগাপিক্সেল ওমনিভিশন ওভি৩২বি৪০ ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। ব্যাটারির কথা বললে এই ফোনে ৬,১০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১৬০০ বার চার্জ করার পরও ৮০ শতাংশ ভালো থাকবে। আর এই ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
এর অন্যান্য ফিচারের মধ্যে আছে, স্যাটেলাইট কানেক্টিভিটি, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ওয়াই-ফাই ৭, স্টেরিও স্পিকার।