Oppo কোম্পানির স্মার্টফোনে এল লাইভফটো ফিচার, কীভাবে ব্যবহার করবেন জেনে নিন

Update: 2024-08-20 21:35 GMT

ওপ্পো গত মাসে ভারতের বাজারে Oppo Reno 12 5G এবং Reno 12 Pro 5G ফোনগুলি লঞ্চ করেছে। এখন একটি নতুন ফিচার এই হ্যান্ডসেটগুলিতে নিয়ে এসেছে ব্র্যান্ড। এর নাম ‘লাইভফটো’ (Livephoto)৷ নাম অনুসারে, ফিচারটি ইউজারকে আইফোনের লাইভ ফটো বৈশিষ্ট্যের মতো ছোট ভিডিও ক্যাপচার করতে সহায়তা করবে। বৈশিষ্ট্যটি কেমন এবং এটি কীভাবে ব্যবহার করা যাবে, আসুন জেনে নেওয়া যাক।

Oppo Reno 12 সিরিজে এল লাইভফটো ফিচার

নতুন লাইভফটো ফিচারটি ওপ্পো রেনো 12 সিরিজে লেটেস্ট আপডেট, CPH2629_14.1.0302(EX01) ভার্সনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ফিচারটি প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরার মাধ্যমে একটি ছোট ভিডিও রেকর্ড করতে পারে। ইউজার রেকর্ড করা ভিডিও থেকে একটি ফ্রেম বেছে নিতে পারেন এবং এটিকে অন্য ফটো হিসাবে সেভ করতে পারেন বা প্রয়োজনে লাইভ ফটো প্রতিস্থাপন করতে পারেন৷

সংক্ষিপ্ত ভিডিওটি এডিটিং করা যেতে পারে এবং ক্রপ, এআই ইরেজার, ফিল্টার, মার্কআপ, টেক্সট, পিক্সেলেশন, রিটাচ এবং আরও অনেক কিছুর মতো এডিটিং টুলগুলিকে সাপোর্ট করে। এই মোডে ফটোতে ক্লিক করার পরে, আপনি লাইভফটো এনেবল বা ডিসেবল করতে পারেন। একবার ডিসেবল হয়ে গেলে, এটি একটি সাধারণ ছবির মতো প্রদর্শিত হবে।

Oppo Reno 12 Pro ফোনে লাইভফটো ফিচারটি কীভাবে ব্যবহার করবেন

  • প্রথমে Oppo Reno 12 ডিভাইসের ক্যামেরা অ্যাপটি খুলতে হবে এবং ওপরের লাইভফটো আইকনটি সিলেক্ট করতে হবে।
  • শাটার বাটনে ট্যাপ করতে হবে এবং ব্যস তাহলেই এনেবল করা যাবে ফিচারটি।
  • লাইভফটোর ওপরে 'লাইভ' অপশনে ট্যাপ করে ভিডিওটি চালানো যাবে।

ফটো হিসাবে সেভ বা রিপ্লেস করতে ভিডিও থেকে একটি ফ্রেম বাছাই করা যাবে৷ এর জন্য -

  • ইউজার যে লাইভফটো এডিট করতে চান তা সিলেক্ট করতে হবে এবং নীচে এডিট অপশনটি ট্যাপ করতে হবে।
  • কভার ছবি হিসেবে যেকোনো ফ্রেম নির্বাচন করতে লাইভ ফটো অপশনে যেতে হবে।
  • এই ছবিটি তখন এডিট এবং সেভ করা যেতে পারে।

ওপ্পোর লাইভফটো আইফোনে উপলব্ধ একই রকমের ফিচারটির তুলনায় অপেক্ষাকৃত দীর্ঘ ভিডিও ক্যাপচার করে। লাইভ ফটো এডিটিং সাপোর্ট করলেও, এডিট শুধুমাত্র একটি ফ্রেমে করা যায় এবং সম্পূর্ণ ভিডিওতে নয়।

Tags:    

Similar News