Redmi K80 Series: এই প্রথম রেডমির স্মার্টফোনে 6500 এমএএইচ ব্যাটারি!

By :  SUMAN
Update: 2024-08-23 07:02 GMT

Snapdragon 8 Gen 4 চিপসেটের সঙ্গে Xiaomi 15 ফ্ল্যাগশিপ সিরিজ অক্টোবরের মধ্যে লঞ্চ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, তার পরের মাস অর্থাৎ নভেম্বরে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি তাদের প্রিমিয়াম Redmi K80 সিরিজ লঞ্চ করতে পারে। Redmi K70 লাইনআপের মতো Redmi K80 সিরিজে Redmi K80, Redmi K80 Pro, ও Redmi K80e নামে তিনটি মডেল আসতে পারে। একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে, Redmi K80 সিরিজে হাই-সিলিকন ব্যাটারি থাকবে। এটি চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা কমাবে।

জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো পোস্ট থেকে জানা গিয়েছে, Redmi K80 সিরিজের জন্য 5,960 ও 6,060mah ক্যাপাসিটির ব্যাটারি পরীক্ষা করে দেখা হচ্ছে। যাদের টিপিক্যাল ক্যাপাসিটি 6,100 ও 6,200mah। ল্যাবরেটরিতে ব্যাটারির ম্যাক্সিমাম ক্যাপাসিটি 6,500mah-এ পৌঁছতে পারে।

এই খবর থেকে স্পষ্ট, Redmi K80 লাইনআপে 6,500mah ক্যাপাসিটির সিঙ্গেল-সেল ব্যাটারি ব্যবহার হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট প্রাইস রেঞ্জে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি ব্যবহারের কৃতিত্ব পাবে রেডমি। ধারেকাছে কোনও ডিভাইস আসবে না। জানিয়ে রাখি, Redmi K70 ও K70 Pro ফোনে যথাক্রমে 5,000mah ও 5,500mah ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে।

Redmi K80 সিরিজের Pro ভার্সন সম্পর্কে এর মধ্যেই প্রচুর তথ্য সামনে এসেছে। এতে 120hz রিফ্রেশ রেট যুক্ত 2K ওলেড ডিসপ্লে, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেল 3x টেলিফটো লেন্স ও 120W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়া, বেস মডেলটিতে Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার হবে বলে শোনা যাচ্ছে।

Tags:    

Similar News