কানে থাকা অবস্থায় Samsung ইয়ারবাডে আগুন, শ্রবণশক্তি হারালো যুবক

By :  techgup
Update: 2024-09-24 09:07 GMT

বর্তমান সময়ে ইয়ারবাডের ব্যবহার অনেক বেড়েছে। কিন্তু ইয়ারবাডের কারণে আপনার শ্রবণশক্তি পুরোপুরি চলে যেতে পারে। ভাবছেন কীভাবে? আসলে সম্প্রতি তুর্কির এক যুবকের কানে থাকা অবস্থায় Samsung Galaxy Buds FE ইয়ারবাডে আগুন ধরে যায়। এরফলে তিনি শ্রবণশক্তি হারিয়েছেন। হসপিটালের তরফে বলা হয়েছে তিনি আর কখনও শ্রবণশক্তি ফিরে পাবেন না।

কানে রাখা অবস্থায় Samsung Galaxy Buds FE ইয়ারবাডে বিস্ফোরণ

রিপোর্ট অনুযায়ী, তুর্কির ওই যুবক তার গার্লফ্রেন্ডের জন্য Samsung Galaxy Buds FE ইয়ারবাডটি কিনেছিলেন। তবে তিনি গার্লফ্রেন্ডকে দেওয়ার আগে সেটি ব্যবহার করেছিলেন। হঠাৎই তিনি কানে প্রচন্ড গরম অনুভব করেন এবং কান থেকে ইয়ারবাড খুলে দেখেন সেটি পুড়ে গেছে। এরপর কানে যন্ত্রণা অনুভব করায় হসপিটাল যান এবং সেখান থেকে জানানো হয় যে তিনি আর কখনও শুনতে পাবেন না।

এদিকে Samsung এর তুর্কি শাখা থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত তারা শুরু করেছে এবং গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি চাইছে না কোনোভাবে Galaxy Note 7 এর মতো বিপর্যয় তাদের সাথে আবার ঘটুক।

যদিও তুর্কি যুবকটি জানিয়েছেন, তিনি পুড়ে যাওয়া ইয়ারবাড নিয়ে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে গেলেও, সেখান থেকে সন্তোষজনক কোনো উত্তর পাননি। তবে তারা একটি নতুন ইয়ারবাড তাকে দিতে চেয়েছিল। এমনকি এটাকে তারা একটি সাধারণ দুর্ঘটনা বলে দাবি করেছিল। আর তাই ওই যুবক প্রশ্ন তুলেছেন, এমন সাধারণ দুর্ঘটনা বারবার কেন সংস্থার প্রোডাক্টে দেখা যাচ্ছে, যেখান থেকে মানুষের শ্রবণশক্তি পুরোপুরি চলে যাচ্ছে? যদিও এর উত্তর Samsung এর তরফে এখনও দেওয়া হয়নি।

Tags:    

Similar News