দাম মাত্র ৭৯৯ টাকায়, সস্তা boAt Airdopes Alpha ইয়ারবাড ভারতে লঞ্চ হল

By :  techgup
Update: 2023-07-04 18:29 GMT

ভারতে আত্মপ্রকাশ করল দেশীয় সংস্থা boAt -র নতুন সাশ্রয়ী মূল্যের ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড, যার নাম boAt Airdopes Alpha। এটি জনপ্রিয় Airdopes সিরিজের নবতম সংযোজন। ইন-ইয়ার ডিজাইনের এই ইয়ারফোনে থাকছে ইএনএক্স টেকনোলজি সহ ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। আবার এতে টাচ কন্ট্রোল সাপোর্ট করবে। এছাড়া সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ইয়ারফোনটি ৩৫ ঘন্টা পর্যন্ত একটানা পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Airdopes Alpha ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

boAt Airdopes Alpha-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে boAt Airdopes Alpha ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৭৯৯ টাকা। এটি ৫ জুলাই থেকে কেনার জন্য বাজারে উপলব্ধ হবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রেতারা কিনতে পারবেন ইয়ারফোনটি। আর এটি জেট ব্ল্যাক, সুইডিস হোয়াইট এবং ডার্ক সিয়ান, এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে।

boAt Airdopes Alpha-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত boAt Airdopes Alpha ইয়ারফোন ইন -ইয়ার ডিজাইনে এসেছে। আর এতে ব্যবহৃত হয়েছে ১৩ এমএম ড্রাইভার এবং এটি সংস্থার সিগনেচার সাউন্ড টেকনোলজি অফার করবে। তাছাড়া এতে থাকছে ডুয়াল মাইক সেটআপ যুক্ত ইএনএক্স টেকনোলজি। ফলে ইয়ারফোনটি উন্নতমানের কল এক্সপেরিয়েন্স অফার করতে সক্ষম। শুধু তাই নয়, এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং এটি টাচ কন্ট্রোল সাপোর্ট সহ এসেছে।

এবার আসা যাক boAt Airdopes Alpha ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর চার্জিং কেসে দেওয়া হয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি এবং এর প্রত্যেকটি ইয়ারবাডে থাকছে ৩৫ এমএএইচ ব্যাটারি। সংস্থার মতে, একবার চার্জে ইয়ারফোনটি ৩৫ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। আবার ফাস্ট চার্জিং সাপোর্ট করায় মাত্র ১০ মিনিট চার্জে এটি দু'ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকবে। তদুপরি হেয়ারেবলটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল ৫০ এমএস লো ল্যাটেন্সি যুক্ত বিস্ট মোড এবং জল প্রতিরোধী IPX5 রেটিং।

Tags:    

Similar News