দেখতে ১৫ হাজার টাকার Apple Watch, মাত্র ২২৯৯ টাকায় লঞ্চ হল boAt Xtend Plus স্মার্টওয়াচ
ভারতীয় বাজারে লঞ্চ হল স্মার্ট গ্যাজেট প্রস্তুতকারী জনপ্রিয় দেশীয় সংস্থা boAt-র নতুন boAt Xtend Plus স্মার্টওয়াচ। ব্লুটুথ কলিংযুক্ত এই ঘড়িটির ডিজাইন ঠিক অ্যাপেল ওয়াচের মত। তাছাড়া এতে রয়েছে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড। সংস্থার মতে, একবার চার্জে স্মার্টওয়াচটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Xtend Plus স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
boAt Xtend Plus-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে boAt Xtend Plus স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,২৯৯ টাকা। এটি মেটালিক এবং লেদার স্ট্র্যাপে পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এটি সিলিকন স্ট্র্যাপেও এসেছে। যার মধ্যে রয়েছে ব্ল্যাক, পিঙ্ক এবং ব্লু কালার অপশন। আগামী ২৬ জুন থেকে শুরু হবে এর বিক্রি। প্রসঙ্গত উল্লেখ্য, ঘড়িটি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে।
boAt Xtend Plus-এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত boAt Xtend Plus স্মার্টওয়াচটি ১.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ৩৬৮ X ৪৪৮ পিক্সেল রেজোলিউশন ও ৭০০ নিট উজ্জ্বলতা অফার করবে। তাছাড়া এর ডিসপ্লের ওপরে থাকছে ২.৫ডি কার্ভড গ্লাসের আচ্ছাদন। এর ডিসপ্লেটি অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট সহ এসেছে।
অন্যদিকে, ওয়্যারেবলটিতে ব্লুটুথ কলিংয়ের জন্য থাকছে ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। তাই হাতের ঘড়ি থেকে ব্যবহারকারী সহজেই ফোন কল ধরতে এবং করতে পারবেন। তদুপরি হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার ও স্লিপ ট্র্যাকার উপলব্ধ। পাশাপাশি এতে মিলবে ১০০টি স্পোর্টস মোড।
এবার আসা যাক boAt Xtend Plus- স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি টানা ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। অবশ্য ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে এটি ২ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল মিউজিক ও ক্যামেরা কন্ট্রোল, ফাইন্ড মাই ফোন এবং জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য IP68 রেটিং।