হাতে পড়লে চেয়ে থাকবে সবাই, Fire-Boltt Diamond ভারতে ব্লুটুথ কলিং সহ লঞ্চ হল
ভারতে আত্মপ্রকাশ করল Fire-Boltt সংস্থার ব্র্যান্ড নিউ স্মার্টওয়াচ, যার নাম Fire-Boltt Diamond। লাক্সারি এলিট এডিশনের এই নতুন স্মার্টওয়াচে রয়েছে মেটালিক ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া ঘড়িটিতে ৪ জিবি অনবোর্ড স্টোরেজ উপলব্ধ। চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Diamond স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Fire-Boltt Diamond-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Fire-Boltt Diamond স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। আগামী ২৫ অক্টোবর থেকে এটি বিক্রির জন্য বাজারে উপলব্ধ হবে। আগ্রহী ক্রেতারা রোজ গোল্ড প্রিমিয়াম, গোল্ড প্রিমিয়াম, ব্ল্যাক প্রিমিয়াম, ব্ল্যাক বেসিক, সিলভার বেসিক এবং সিলভার প্রিমিয়াম, এই কালার অপশনগুলির মধ্যে থেকে বেছে নিতে পারবেন তাদের পছন্দের স্মার্টওয়াচটি।
Fire-Boltt Diamond-এর স্পেসিফিকেশন ও ফিচার
Fire-Boltt Diamond মেটালিক ডিজাইন সহ ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ৭৫ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৬৬x৪৬৬ পিক্সেল রেজোলিউশন অফার করবে। ব্লুটুথ কলিংয়ের জন্য ঘড়িটিতে থাকছে ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন। আর ঘড়িটিতে ৪ জিবি স্টোরেজ উপলব্ধ। যার ফলে ব্যবহারকারী তাদের পছন্দের গানগুলি এখানে সংগ্রহ করে রাখতে পারবেন। সেই সঙ্গে ঘড়িটিতে দেওয়া হয়েছে ১২০টি ওয়াচফেস।
অন্যদিকে, ওয়্যারেবলটিতে হেলথ ফিচার হিসেবে রয়েছে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, স্লিপ মনিটর, মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার। সেই সঙ্গে এতে পাওয়া যাবে ৩০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। এছাড়া ঘড়িটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য স্মার্ট নোটিফিকেশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য IP67 রেটিং।
এবার আসা যাক Fire-Boltt Diamond স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২৬০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে ৪ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।