Noise নিয়ে এল ব্লুটুথ কলিংয়ের সস্তা Smartwatch, একবার চার্জে চলবে 7 দিন
স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী দেশীয় সংস্থা Noise তাদের ColorFit সিরিজে যুক্ত করল নতুন একটি স্মার্টওয়াচ। নতুন এই ওয়্যারেবল ডিভাইসটির নাম হল Noise ColorFit Icon 3 Plus। অ্যাপল ওয়াচের মতো ডিজাইন সহ আসা নতুন এই ঘড়িটিতে রয়েছে মেটালিক সিলিকন ট্র্যাপ অপশন। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ঘড়িটি 7 দিন ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Icon 3 Plus স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise ColorFit Icon 3 Plus -এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Noise ColorFit Icon 3 Plus স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে 1,199 টাকা। ক্রেতারা এর সিলিকন স্ট্র্যাপ অপশনে পাবেন মিডনাইট গোল্ড, জেড ব্ল্যাক, স্পেস ব্লু এবং ভিনটেজ ব্রাউন কালার। পাশাপাশি মেটালিক স্ট্র্যাপে রয়েছে এলিট সিলভার এবং এলিট ব্ল্যাক কালার অপশন।
Noise ColorFit Icon 3 Plus -এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Noise ColorFit Icon 3 Plus স্মার্টওয়াচটি 1.2 ইঞ্চি এইচডি ডিসপ্লের সাথে এসেছে, যা 240X 282 পিক্সেল রেজোলিউশন অফার করবে। আর বর্গাকার শেপের এই স্মার্টওয়াচটি দেখতে একেবারেই অ্যাপেল ওয়াচের মত, যার সাথে রয়েছে মেটালি কেস এবং কার্ভড এজ।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে SpO2 সেন্সর, হার্ট রেট ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে ঘড়িটি ব্যবহারকারীর স্টেপ গুনতে পারবে। এছাড়া ডিভাইসটি ব্লুটুথ 5.3 সাপোর্ট সহ এসেছে। তদুপরি এতে রয়েছে স্লিপ ম্যাপার, ফিমেল সাইকেল ট্র্যাকার, স্ট্রেস লেভেল মনিটর ইত্যাদি।
এবার আসা যাক Noise ColorFit Icon 3 Plus স্মার্টওয়াচটির ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি সাধারণ ব্যবহারে 7 দিন পর্যন্ত এবং স্ট্যান্ডবাই মোডে 30 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। তদুপরি এর অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হলো এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, স্মার্ট নোটিফিকেশন, অ্যালার্ম, ডিএনডি মোড ইত্যাদি। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।