অ্যামোলেড ডিসপ্লে ও ব্লুটুথ কলিং সহ Noise ColorFit Pro 5 Max স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
দেশীয় সংস্থা Noise এবার ভারতীয় বাজারে নিয়ে আসলো তাদের প্রিমিয়াম ফিচারযুক্ত নতুন স্মার্টওয়াচ, যার নাম Noise ColorFit Pro 5 Max। এটি গত বছর আত্মপ্রকাশ করা ColorFit Pro 4 Max- এর উত্তরসূরী হিসেবে এসেছে। তাই এতে রয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য ১.৯৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, এমার্জেন্সি এসওএস ব্লুটুথ কলিংয়ের সুবিধা এবং ৭ দিনের ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Pro 5 Max স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Noise ColorFit Pro 5 Max -এর দাম ও লভ্যতা
ভারতে Noise ColorFit Pro 5 Max স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৪,৯৯৯ টাকা। এটি মেটাল, লেদার, সিলিকন এবং লাইলন স্ট্র্যাপ অপশনে এসেছে। এর মধ্যে ক্রেতারা পাবেন এলিট ব্ল্যাক, এলিট সিলভার, ক্লাসিক ব্লু, ক্লাসিক ব্রাউন, স্পেস ব্লু, জেট ব্ল্যাক শ্যাডো ব্ল্যাক এবং শেজ গ্রীন কালার। ই- কমার্স সাইট অ্যামাজন এবং সংস্থার নিজস্ব ওয়েবসাইটে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে এর বিক্রি।
Noise ColorFit Pro 5 Max -এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Noise ColorFit Pro 5 Max স্মার্টওয়াচটি অ্যাপল ওয়াচ আল্ট্রা -এর মতো দেখতে, যার ডায়ালের ডান ধারের ওপরের দিকে থাকছে একটি ফাঙ্কশনাল ক্রাউন এবং নিচের দিকে থাকবে কাস্টমাইজেবল ফিজিক্যাল বাটন। আর এর বাঁদিকে ColorFit Pro 5 Max ব্র্যান্ডিং বিদ্যমান। তাছাড়া ঘড়িটি ১.৯৬ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এর সঙ্গে ডিআইওয়াই ওয়াচফেসের মাধ্যমে রিয়েল টাইম, ওয়েদার আপডেট দেখা যাবে।
অন্যদিকে, হেলথ এবং ফিটনেস ফিচার হিসেবে ঘড়িটিতে থাকছে ২৪x৭ হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, মেনস্ট্রুয়াল সাইকেল মনিটর ইত্যাদি। শুধু তাই নয়, ঘড়িটি ব্যবহারকারীর স্ট্রেস লেভেল পরিমাপ করতে পারবে। এখানেই শেষ নয় ওয়্যারেবলটিতে ব্যবহারকারী পাবেন ব্রিদিং প্র্যাকটিস সেশন। উপরন্তু ঘড়িটিতে থাকছে একাধিক স্পোর্টস মোড। আবার এটি পোস্ট ট্রেনিং রিকভারি অ্যানালিসিস এবং ভিওটু ম্যাক্স ফিচার অফার করবে।
এমনকি, Noise ColorFit Pro 5 Max স্মার্টওয়াচ ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করায় এতে বিল্ট-ইন স্পিকার ও মাইক উপলব্ধ। আবার ঘড়িটিতে এসওএস ফিচার বর্তমান। ফলে আপৎকালীন সময় সহজেই কন্টাক্ট থেকে কল করা সম্ভব। এছাড়া স্মার্টওয়াচটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল নোটিফিকেশন, মিউজিক-ক্যামেরা কন্ট্রোল, ক্যালকুলেটর, ওয়েদার আপডেট ইত্যাদি। এবার আসা যাক ঘড়িটির ব্যাটারি প্রসঙ্গে ।সংস্থার মতে একবার চার্জে এটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।