Noise ColorFit Vivid Call 2: মুড অনুযায়ী ওয়াচফেস পাবেন, নয়েজ আনল নতুন স্মার্টওয়াচ

By :  techgup
Update: 2024-02-05 18:39 GMT

জনপ্রিয় ভারতীয় সংস্থা Noise তাদের কালারফিট সিরিজে যুক্ত করল নতুন Noise ColorFit Vivid Call 2 স্মার্টওয়াচ। এই ডিভাইসটি ইতিমধ্যেই অ্যামাজনে চলে এসেছে। আশা করা যায় খুব শীঘ্রই এটি কেনার জন্য বাজারে উপলব্ধ হবে। এতে রয়েছে ১.৮৫ ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কলিং ফিচার এবং ৭ দিনের দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Vivid Call 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise ColorFit Vivid Call 2 এর দাম ও লভ্যতা

সংস্থার নিজস্ব ওয়েবসাইটে ColorFit Vivid Call 2 স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ৩,৪৯৯ টাকা। কিন্তু এখনো পর্যন্ত ই-কমার্স সাইট অ্যামাজনে এর মূল্য কত ধার্য করা হবে তা জানা যায়নি। এছাড়া আগ্রহী ক্রেতারা ঘড়িটি পাবেন জেট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন, স্পেস ব্লু, সানসেট অরেঞ্জ এবং মেটাল ব্ল্যাক কালার অপশনে।

Noise ColorFit Vivid Call 2 এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Noise ColorFit Vivid Call 2 স্মার্টওয়াচটি ১.৮৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লের সাথে এসেছে, যাতে রয়েছে ১৫০টিরও বেশি ওয়াচফেস। তাই ব্যবহারকারী তার পছন্দ এবং মুড অনুযায়ী ওয়াচফেস পরিবর্তন করতে পারবেন।

অন্যদিকে হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্ট্রেস মনিটর উপলব্ধ। উপরন্তু ঘড়িটি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ক্যালকুলেটর এবং 'হে সিরি', 'ওকে গুগল' -এর মত ভয়েস কম্যান্ড সাপোর্ট করবে। এছাড়া আগেই বলা হয়েছে ঘড়িটিতে পাওয়া যাবে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। এমনকি ওয়্যারেবেলটিতে ব্যবহারকারী তাদের পছন্দের কন্টাক্ট মজুত রাখতে পারবেন। সেই সঙ্গে রিসেন্ট কল লগ এবং ডায়াল প্যাড ডিসপ্লেতে দেখতে পাওয়া যাবে।

এবার আসা যাক Noise ColorFit Vivid Call 2 স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটি IP68 রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News