Noise Voyage: তিনমাস ফ্রি কল, মাত্র 999 টাকায় এল বাজারের সেরা ই-সিম সাপোর্ট স্মার্টওয়াচ

By :  techgup
Update: 2023-12-15 18:45 GMT

সম্প্রতি ভারতে লঞ্চ করেছে দেশীয় সংস্থা Noise-এর নতুন Endeavour স্মার্টওয়াচ। এবার হোম গ্রাউন্ড ব্র্যান্ডটি নিয়ে আসলো তাদের সর্বপ্রথম ই- সিম যুক্ত স্মার্টওয়াচ, যা Noise Voyage নামে বাজারে এসেছে। এতে রয়েছে একাধিক হেল্থ ফিচার এবং স্পোর্টস মোড। সেইসঙ্গে এটি জিপিএস এবং গ্লোনাস সাপোর্ট করবে। শুধু তাই নয়, ঘড়িটি থেকে সরাসরি ফোন কল করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise Voyage স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

Noise Voyage এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise Voyage স্মার্টওয়াচটি এখন প্রি-বুকিং করা যাচ্ছে মাত্র ৯৯৯ টাকায়। যদিও এর আসল দাম এখনও জানা যায়নি। আগামী ২৩ ডিসেম্বর থেকে এটি বিক্রির জন্য বাজারে উপলব্ধ হবে।

Noise Voyage এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Noise Voyage স্মার্টওয়াচটি মেটালিক বডির গোলাকৃতি ডায়াল সহ এসেছে এবং এর ধারে থাকছে দুটি বাটন। এর ডায়ালের চারপাশে স্টেনলেস স্টিলের বেজেল বর্তমান। আর এতে দেওয়া হয়েছে ১.৪ ইঞ্চি রেটিনা অ্যামোলেড ডিসপ্লে, যা ৪৫৪ x ৪৫৪ পিক্সেল রেজোলিউশন অফার করতে সক্ষম।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ এবং স্ট্রেস ট্র্যাকার উপলব্ধ। সেইসঙ্গে থাকছে ১০০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। এখানেই শেষ নয়, ওয়্যারেবলটি জিপিএস এবং গ্লোনাস সাপোর্ট করবে। ফলে ব্যবহারকারীর লোকেশন সহজেই ট্র্যাক করা সম্ভব।

আগেই বলা হয়েছে, স্মার্টওয়াচটি ই-সিম সাপোর্ট সহ এসেছে এবং এটি এয়ারটেল এবং জিও ই-সিম উভয়ের সাথেই সামঞ্জস্যপূর্ণ। এমনকি ঘড়িটি থেকে তিন মাস পর্যন্ত বিনামূল্যে 4G নেটওয়ার্কে কল করা যাবে। আবার ব্লুটুথ সাপোর্ট থাকায় ব্যবহারকারী সহজেই ঘড়িটি থেকে তার ফোন কল ধরতে পারবেন।

এবার আসা যাক Noise Voyage স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত এবং পাওয়ার সেভিং মোডে ৩০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া ঘড়িটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল ওয়েদার আপডেট, ক্যালকুলেটর, কুইক রিপ্লাই ইত্যাদি।

Tags:    

Similar News