ভারতের বাজারে এল Game of Thrones থিমের Smartwatch, কম দামে পাবেন কাজের ফিচার

Update: 2023-08-26 09:51 GMT

Pebble Game of Thrones Smartwatch: হলিউডি 'Game of Thrones' শোটি ভারতে অত্যন্ত জনপ্রিয়। সেক্ষেত্রে এবার এই শোয়ের অনুরাগীদের আকৃষ্ট করতে দেশীয় ব্র্যান্ড Pebble তার নতুন Game of Thrones থিমযুক্ত নতুন স্মার্টওয়াচ চালু করেছে – আর কোম্পানি এর নামও দিয়েছে Pebble Game of Thrones। এক্ষেত্রে এই আধুনিক ঘড়িতে গোল ডায়াল, চামড়ার স্ট্র্যাপ, অলওয়েজ অন AMOLED ডিসপ্লে ইত্যাদি ফিচারের সাথে ব্লুটুথ কলিং, অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের সুবিধা পাওয়া যাবে। এছাড়া এটি ৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে কোম্পানির দাবি। চলুন, Pebble Game of Thrones স্মার্টওয়াচের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

Pebble Game of Thrones Smartwatch-এর মূল্য, প্রাপ্যতা

পেবল গেম অফ থ্রোনস স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ৫,৪৯৯ টাকা৷ এটি পেবলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) থেকে ব্ল্যাক, গ্রে এবং গোল্ড কালার অপশনে কেনা যাবে।

Pebble Game of Thrones Smartwatch-এর স্পেসিফিকেশন

নতুন পেবল গেম অফ থ্রোনস স্মার্টওয়াচে একটি লেদার স্ট্র্যাপ এবং ক্রাউন আকৃতির বাটনসহ সার্কেল ডায়াল রয়েছে, যাতে অলওয়েজ-অন মোড (অপশনাল) এবং একাধিক রেসপন্সিভ ওয়াচফেসসহ ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এতে ব্লুটুথ কলিংয়ের সুবিধা আছে। সাথে রয়েছে ম্যাগনেটিক চার্জিং সাপোর্টযুক্ত ২৫০ এমএএইচ ব্যাটারি, যা একক চার্জে সাত দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। অন্যদিকে স্মার্টওয়াচটি রক্তে অক্সিজেন স্যাচুরেশনের (SpO2) মাত্রা, হার্ট রেট এবং ঘুম পর্যবেক্ষণসহ একাধিক হেল্থ ট্র্যাকিং ফিচার অফার করবে। মিলবে স্পোর্টস এবং ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাকিংয়ের অপশনও।

উল্লেখ্য, এই গেম অফ থ্রোনস থিমের লিমিটেড এডিশনের স্মার্টওয়াচটিতে ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য আইপি৬৭ (IP67) রেটিং দেওয়া হয়েছে। এটি আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড (Android) উভয় সফ্টওয়্যারের স্মার্টফোনেই কাজ করবে। এর ইউজাররা ক্যালকুলেটর, অ্যালার্ম, টর্চ, স্টপওয়াচ এবং মিউজিক কন্ট্রোলের ফিচারও পাবেন।

Tags:    

Similar News