বছরের শেষ দিকে লঞ্চ হতে পারে Samsung Galaxy Watch 6 সিরিজ, থাকবে নতুন Exynos প্রসেসর
ইলেকট্রনিক্স তথা টেক দুনিয়ার অন্যতম মহারথী Samsung, বাজারে আবারও দুটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে বলে মনে হচ্ছে। নতুন লিক অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার এই জনপ্রিয় কোম্পানিটি চলতি বছরের শেষের দিকে তার Galaxy Z Flip 5 এবং Galaxy Z Fold 5 নামক নতুন ফোল্ডেবল ডিভাইসের পাশাপাশি দু-দুটি নতুন স্মার্টওয়াচও লঞ্চ করতে পারে – এগুলি Galaxy Watch 6 এবং Galaxy Watch 6 Classic নামে আসবে, যাতে থাকবে আরও ভালো হেল্থ ট্র্যাকিংয়ের সুবিধা ও অত্যাধুনিক ফিচার। প্রসঙ্গত উল্লেখ্য, Samsung-এর নতুন স্মার্টওয়াচের ওপর কাজ করার খবরটি এই প্রথম সামনে এসেছে, এমন নয়। এই সপ্তাহের শুরুর দিকেই গুঞ্জন শুরু হয়েছিল যে, আসন্ন Samsung Galaxy Watch 6-এ 'এনহ্যান্সড' (enhanced) পারফরম্যান্স পরিলক্ষিত হবে। তবে এখন Samsung সম্পর্কিত খুঁটিনাটি খবর সরবরাহকারী পোর্টাল SamMobile, সংস্থার নয়া স্মার্টওয়াচ জোড়ার প্রসঙ্গে কিছু এক্সক্লুসিভ তথ্য ফাঁস করেছে, যেখান থেকে জানা গেছে Galaxy Watch 6-এ ব্যবহৃত Exynos প্রসেসর আগের চেয়েও দ্রুত পারফরম্যান্স অফার করবে।
আসন্ন Samsung Galaxy Watch 6-এর Exynos W980 প্রসেসর হবে ১০% দ্রুত
স্যামমোবাইলের রিপোর্ট অনুযায়ী, আপকামিং স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ সিরিজে নতুন এক্সিনস ডব্লিউ৯৮০ প্রসেসর থাকবে, আর এটি সংস্থার আগের স্মার্টওয়াচ মডেলে তথা Galaxy Watch 4 এবং Galaxy Watch 5 সিরিজে ব্যবহৃত এক্সিনস ডব্লিউ৯২০ (W920) চিপসেটের চেয়ে ১০% বেশি দ্রুত হবে। এখনও পর্যন্ত এই এক্সিনস ডব্লিউ৯৮০ প্রসেসরের সিপিইউ বা জিপিইউ কনফিগারেশন সম্পর্কের তথ্য পাওয়া যায়নি। তবে অনুমান করা হচ্ছে, স্যামসাং, এটি ৫ এনএম (5nm) প্রক্রিয়ায় তৈরি করবে যার কারণে ঘড়িগুলিতে মিলবে ভালো ব্যাটারি লাইফ – আগের কিছু রিপোর্টেও এমনটাই আভাস মিলেছিল।
Samsung Galaxy Watch 6 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
জল্পনা রয়েছে যে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬-এ বড় এবং উচ্চ রেজোলিউশনের স্ক্রিন থাকবে। এক্ষেত্রে গ্যালাক্সি ওয়াচ ৬ ক্লাসিক মডেলে সংস্থাটি তার আইকনিক রোটেটিং বেজেল ডিজাইন ফিরিয়ে আনতে পারে, যার জন্য স্যামসাংয়ের স্মার্টওয়াচগুলি বিখ্যাত। সম্ভবত, এই ঘড়িগুলি পূর্বসূরীদের তুলনায় সামান্য হলেও উন্নত ব্যাটারি ক্যাপাসিটি অফার করবে।
এছাড়া, পরবর্তী গ্যালাক্সি ওয়াচ ৬-এ গ্যালাক্সি ওয়াচ ৫-এর সমস্ত বিদ্যমান ফিচার থাকতে পারে। আর এমনটা হলে স্মার্টওয়াচটি বৃত্তাকার ওলেড (OLED) টাচস্ক্রিন, ইসিজি (ECG), জিপিএস (GPS), হার্ট-রেট সেন্সর, হেল্থ-ফিটনেস ট্র্যাকিং, ঘুম ট্র্যাকিং ইত্যাদি বৈশিষ্ট্যাবলী বহন করবে; অন্যদিকে এতে দেখা যাবে ওয়াই-ফাই, সেলুলার সংযোগ, এনএফসি (NFC), ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং কোম্পানির নিজস্ব সফ্টওয়্যার। আগামী দিনগুলিতে এই স্যামসাং গ্যালাক্সি ওয়াচগুলি সম্পর্কে আরও তথ্য সামনে আসলে, তবে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।