ই-সিম সাপোর্ট সহ Xiaomi Watch 3 স্মার্টওয়াচ লঞ্চ হল, দাম কত দেখে নিন
গতকাল রাতে চীনে অনুষ্ঠিত টেকজায়ান্ট Xiaomi-র মেগা লঞ্চ ইভেন্টে Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোনের পাশাপাশি লঞ্চ হয়েছে Xiaomi Watch 3 স্মার্টওয়াচ। এটি সংস্থার সর্বপ্রথম স্মার্টওয়াচ, যা শাওমি হাইপার ওএস দ্বারা চালিত। আর এতে থাকছে অভিনব রিপ্লেসেবল বেজেল। তাছাড়া সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে স্মার্টওয়াচটি ১৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Xiaomi Watch 3 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Xiaomi Watch 3 -এর দাম ও লভ্যতা
চীনা বাজারে Xiaomi Watch 3 স্মার্টওয়াচের স্ট্যান্ডার্ড ভার্সনের দাম ধার্য করা হয়েছে ৭৯৯ ইউয়ান (প্রায় ৯,০৮৭ টাকা ) এবং ই-সিম ভার্সনের দাম থাকছে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৩৬০ টাকা )। এটি ব্ল্যাক এবং সিলভার কালার অপশনে এসেছে।
Xiaomi Watch 3 -এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Xiaomi Watch 3 স্মার্টওয়াচটি সরু বেজেল সহ ১.৪৩ ইঞ্চি গোলাকৃতির অ্যামলেড ডিসপ্লের সাথে এসেছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮ বিট স্ক্রিন অফার করবে। সেই সঙ্গে এর ডিসপ্লেটি ৩২৬ পিপিআই কালার গ্যামুট এবং সর্বোচ্চ ৬০০ নিট উজ্জ্বলতা প্রদান করতে সক্ষম। পাশাপাশি ঘড়িটির সবচেয়ে নজরকাড়া বৈশিষ্ট্য হলো এর ভারসেটাইল বেজেল, যা ব্যবহারকারী তার স্টাইল অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। আবার এর বেজেল পরিবর্তন করলে স্বয়ংক্রিয়ভাবে ওয়াচফেসও পরিবর্তিত হয়ে যাবে।
এদিকে হেলথ ফিচার হিসেবে ওয়্যারেবলটিতে থাকছে হার্টরেট মনিটর, স্লিপ ট্র্যাকার, ট্রেস মনিটর ইত্যাদি। উপরন্তু ঘড়িটিতে ডুয়াল ব্যান্ড স্যাটেলাইট পজিশনিং উপলব্ধ।
এবার আলোচনা করা যাক Xiaomi Watch 3 স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম প্রসঙ্গে। এটি সংস্থার হাইপার ওএস সিস্টেম দ্বারা চালিত, যা ই-সিম সাপোর্ট করবে। অর্থাৎ ব্যবহারকারী স্মার্টফোন ছাড়াই সরাসরি ওয়াইফাইয়ের সাথে ঘড়িটি যুক্ত করে ফোন কল করতে পারবেন। সর্বোপরি একবার চার্জে ঘড়িটি ১৫ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম।