কিনে না দিলে অনশন, ফুল বিক্রেতা মাকে ব্ল্যাকমেল করে iPhone নিয়েই ছাড়ল ছেলে

By :  SUMAN
Update: 2024-08-19 08:24 GMT

এখন স্মার্টফোনের নেশায় বুঁদ তরুণ প্রজন্ম। সাধ্য না থাকলেও পছন্দের মডেল কিনতে অপরাধের পথেও পা বাড়াচ্ছে তারা। এমনকি সন্তানের দামি ফোন কিনে দেওয়ার আবদার পূরণ করতে গিয়ে সমস্যায় পড়ছে বাবা-মা। এবার রীতিমতো চাপে পড়ে ছেলেকে iPhone কিনে দিতে বাধ্য হল সামান্য ফুল বিক্রেতা এক মা। ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

আবদার ছিল নতুন আইফোনের। কিন্তু কিনে না দেওয়ার ফলে টানা তিনদিন অনশনে বসেছিল ছেলে। ছেলের ব্ল্যাকমেলে অতিষ্ঠ হয়ে অবশেষে মোবাইলের দোকানে গিয়ে ছেলেকে আইফোন কিনে দেন মা। হাতে ক্যাশ নিয়ে মায়ের সঙ্গে ছেলের দোকানে যাওয়ার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক গণমাধ্যমে।

https://twitter.com/gharkekalesh/status/1825062816002310464?t=zaR8HVM-G-ePJbFOkovZMA&s=19

ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ছেলের চাহিদা পুরণ করতে মন্দিরের বাইরে ফুল বিক্রি করা মহিলাকে খুব কষ্ট করে টাকা জোগাড় করতে হয়েছে। আসলে ছেলের কষ্ট কোনও মা সহ্য করতে পারে না। কিন্তু এখানে রীতিমতো ব্ল্যাকমেল করে মায়ের কাছ থেকে দাবি আদায় করে নিয়েছে ছেলে। ফোন নিতে এসে ছেলেকে খুব আনন্দিত দেখালেও, মায়ের মুখ দেখে খুশি বোঝা যায়নি।

18 আগস্ট পোস্ট হয়েছিল ভিডিয়োটি৷ ইতিমধ্যেই সেটির 14 লাখের বেশ ভিউ পেরিয়ে গিয়েছে। নীচে নানা মন্তব্য করেছেন নেটাগরিকরা। মায়ের কষ্টার্জিত টাকা এই ভাবে নষ্ট করার জন্য ছেলেটিকেই দুষছেন তারা। প্রচারের জন্য যে দোকানদার ঘটনাটি রেকর্ড করে শেয়ার করেছেন, তাকেও সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।

Tags:    

Similar News