স্মার্টফোনের দামে বিক্রি হচ্ছে iPad Air (5th Gen), সস্তায় কোথা থেকে কিনবেন জেনে নিন
জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম, অ্যামাজন-এর এ বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল (Amazon Great Indian Festival Sale) গতকাল (৮ অক্টোবর) থেকেই সর্বসাধারণের জন্য চালু হয়েছে, যা চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। সেলে বিভিন্ন প্রোডাক্টের পাশাপাশি ইলেকট্রনিক্স ডিভাইসে ডিসকাউন্ট, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার করা হচ্ছে, যা আসল দাম অনেকটাই কমিয়ে আনছে। যে গ্রাহকরা নতুন কোনো ইলেকট্রনিক গ্যাজেট কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য অ্যামাজনের এই সেল একটি আকর্ষণীয় সুযোগ এনে দিয়েছে। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন, অ্যাপল (Apple)-এর মিড-রেঞ্জের iPad Air (5th gen) ট্যাবটিতে প্রায় ১০,০০০ টাকার বিশেষ ছাড় মিলবে। যারা এই মুহূর্তে ট্যাবলেট কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি চমৎকার অপশন। আসুন Apple iPad Air (5th gen)-এর সেল অফার ও অন্যান্য বিবরণগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Great Indian Festival Sale: Apple iPad Air (5th gen)-এ মিলবে আকর্ষনীয় ছাড়
অ্যাপল আইপ্যাড এয়ার (পঞ্চম প্রজন্ম)-এর শুধু ওয়াইফাই সংস্করণের ৬৪ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের আসল দাম যথাক্রমে ৫৯,৯০০ টাকা এবং ৭৯,৯০০ টাকা। অন্যদিকে, ওয়াইফাই + সেলুলারের একই বিকল্পগুলির দাম ৭৪,৯০০ টাকা এবং ৮৯,০০০ টাকা৷ তবে এখন চলমান অ্যামাজন সেলে অ্যাপলের গত বছরের ট্যাবলেটটির ওনলি ওয়াই-ফাই সংস্করণের ৬৪ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলগুলি ৪৬,৯৯৮ টাকা এবং ৬৪,৯৯৯ টাকায় কেনা যাবে। আর একই স্টোরেজের সাথে ওয়াইফাই + সেলুলার সংস্করণগুলি ৬৪,৯৯৯ টাকা এবং ৭৮,৯৯৯ টাকায় মিলবে।
আবার, এসবিআই (SBI)-এর ডেবিট এবং ক্রেডিট ব্যবহারকারীরা আইপ্যাড এয়ার (পঞ্চম প্রজন্ম)-এর ওপর অতিরিক্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। পুরোনো ট্যাবলেটের সাথে এক্সচেঞ্জ অফারও রয়েছে। তবে অনুমান করা হচ্ছে যে, ট্যাবটির দাম সেলের সময় পরিবর্তিত হতে থাকবে। তাই অ্যামাজনের ফেস্টিভ সেলে অ্যাপল আইপ্যাড এয়ার (পঞ্চম প্রজন্ম)-এর সবকটি মডেলের ওপর প্রায় ১০,০০০ টাকার এই অভূতপূর্ব ছাড় মিস করবেন না।
উল্লেখ্য, iPad Air (5th gen)-এ ট্রু টোন সহ ১০.৯ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে। ট্যাবটির পিছনে ও সামনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। ট্যাবলেটটি অ্যাপলের ইন-হাউস M1 প্রসেসর দ্বারা চালিত এবং এটি ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করে বলে দাবি করা হয়। ডিভাইসটি ম্যাজিক কীবোর্ড এবং Apple Pencil (2nd Gen)-এর সাথেও কম্প্যাটিবল।