Honor Pad X8 সস্তায় বড় ডিসপ্লে ও শক্তিশালী প্রসেসর নিয়ে দেশে আসছে, লঞ্চের আগেই দাম ঘোষণা হয়ে গেল

By :  techgup
Update: 2023-06-22 03:04 GMT

গত সেপ্টেম্বর মাসে MediaTek Helio G80 প্রসেসর ও ১০.১ ইঞ্চির ডিসপ্লে সহ Honor Pad X8 ট্যাবলেট চীনে আত্মপ্রকাশ করেছিল। এছাড়াও, এতে রয়েছে লার্জ অ্যামপ্লিটিউড স্পিকার এবং ৫,১০০ এমএএইচ ব্যাটারি। অনর এখন অবশেষে ভারতের জন্য Pad X8-এর লঞ্চের তারিখ এবং দাম প্রকাশ করেছে। অ্যামাজন থেকে জানা গেছে যে, একটি ট্যাবটি কালই এদেশের বাজারে পা রাখবে। আসুন তাহলে লঞ্চের আগে Honor Pad X8 সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Honor Pad X8 আজ ভারতে কেনা যাবে

অ্যামাজন স্পেশাল লিস্টিং অনুসারে, অনর প্যাড এক্স৮ আজ, অর্থাৎ ২২ জুন, দুপুর বারোটার সময় ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। ট্যাবের ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম হবে ১১,৯৯৯ টাকা। এছাড়া, ট্যাবলেটটির সাথে একটি অনর ফ্লিপ কভারও বিনামূল্যে পাওয়া যাবে। প্যাড এক্স৮-এর ভারতীয় মডেলটি এর চীনা সংস্করণের মতোই স্পেসিফিকেশন অফার করবে বলে জানা গেছে। আসুন তাহলে ট্যাবলেটটির স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।

Honor Pad X8 এর স্পেসিফিকেশন

অনর প্যাড এক্স৮-এ ১০.১ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৯২০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন, ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও, ৮০.৬ % স্ক্রিন-টু-বডি রেশিও এবং ২২৪ পিপিআই পিক্সেল ডেনসিটি প্রদান করে। ডিসপ্লে প্যানেলটি মাল্টি-টাচ ক্ষমতা সাপোর্ট করে, যা ১০টি টাচ পর্যন্ত একসাথে ইনপুট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। যদিও, অনর প্যাড এক্স৮-এর সর্বোচ্চ কনফিগারেশনটি ভারতে উপলব্ধ হবে কিনা, তা স্পষ্ট নয়। তবে এতে মেমরি ক্ষমতা বাড়ানোর জন্য একটি এসডি কার্ড স্লট অন্তর্ভুক্ত রয়েছে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ম্যাজিক ইউআই ৪.০ (Magic UI 4.0) ইউজার ইন্টারফেসে রান করে।

উন্নত অডিও এক্সপেরিয়েন্সের জন্য, Honor Pad X8 হিস্টেন (Histen) সাউন্ড এফেক্টের সাপোর্ট সহ ডুয়াল লার্জ-অ্যামপ্লিটিউড স্পিকার অফার করে। কানেক্টিভিটির ক্ষেত্রে, ট্যাবলেটটি ব্লুটুথ ৫.১ এবং ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি সাপোর্ট করে, তবে এতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক নেই। অনরের এই ট্যাবলেটটিকে ৫,১০০ এমএএইচ ব্যাটারি শক্তি যোগায়, যা প্রায় তিন ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে চার্জ করা সম্ভব। Honor Pad X8-এর বডি অ্যালুমিনিয়াম দ্বারা নির্মিত, এর পরিমাপ ৪০.২ × ১৫৯ × ৭.৫৫ মিলিমিটার এবং ওজন ৪৬০ গ্রাম।

Tags:    

Similar News