গমগম করবে সাউন্ড, হাফ ডজন স্পিকার নিয়ে লঞ্চ হল Honor Pad X9 ট্যাব, দামও বেশি নয়
অনর (Honor) জুলাই মাসে একাধিক প্রোডাক্ট লঞ্চের পরিকল্পনা করেছে। যেমন সম্প্রতি ইউরোপে পা রেখেছে Honor 90 স্মার্টফোন। আবার আগামী ১২ জুলাই চীনে আরও বেশ কিছু প্রোডাক্টের সাথে তাদের লেটেস্ট ফোল্ডেবল হ্যান্ডসেটটির লঞ্চের জন্যও প্রস্তুত হচ্ছে। গতকাল ব্র্যান্ডটি একটি নতুন ট্যাবলেট লঞ্চ করেছে, যার নাম Honor Pad X9। গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হওয়া Pad X8-এর উত্তরসূরি হিসেবে, এই ট্যাবটি ১১ ইঞ্চির বড় ডিসপ্লে, বিশাল ৭,২৫০ এমএএইচ ব্যাটারি এবং ছয়-স্পিকারের অডিও সিস্টেমের সাথে এসেছে। আসুন তাহলে Honor Pad X9-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Honor Pad X9-এর স্পেসিফিকেশন
অনর প্যাড এক্স৯-এ চীনে লঞ্চ হওয়া অনর প্যাড এক্স৮ প্রো-এর মতো প্রায় একই ডিজাইন দেখা যায়। এর ডিসপ্লেতেও পুরু বেজেল রয়েছে, যার মধ্যে একটি সেলফি ক্যামেরা অবস্থান করছে। ট্যাবটি ১১.৫ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লের সাথে এসেছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,০০০ × ১,২০০ পিক্সেল রেজোলিউশন এবং ৮৬% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
যদিও, অনর ক্যামেরার স্পেসিফিকেশনগুলি নিশ্চিত করেনি, তবে ট্যাবলেটের পিছনে একটি ৫ মেগাপিক্সেলের লেন্স এবং সেলফি ও ভিডিও কলের জন্য সামনে আরেকটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। অডিওর জন্য, অনর প্যাড এক্স৯-এ ছয়টি স্পিকার রয়েছে, যা ৩৬০ ডিগ্রি সাউন্ড প্রদান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবলেটটিতে ৭,২৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২২.৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। অনর প্যাড এক্স৯ লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1)-এ রান করে, যাতে অনর কানেন্টের (HONOR Connect)-এর মতো স্মার্ট ফিচার রয়েছে। ট্যাবলেটটি মাত্র ৬.৯ মিলিমিটার স্লিম এবং ওজন ৪৯৫ গ্রাম।
Honor Pad X9-এর মূল্য এবং লভ্যতা
যুক্তরাজ্যে Honor Pad X9 ট্যাবলেটটি স্পেস গ্রে কালারে পাওয়া যাচ্ছে এবং এর দাম রাখা হয়েছে ১৭৯.৯৯ পাউন্ড (প্রায় ১৯,০০০ টাকা)। ক্রেতারা এই ট্যাবটির সাথে একটি Honor Earbuds X5 ইয়ারবাডও বিনামূল্যে পাবেন। Honor Pad X9 ভারতে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।