গমগম করবে সাউন্ড, সঙ্গীতপ্রেমীদের জন্য হাফ ডজন স্পিকার নিয়ে দেশে হাজির Honor Pad X9, দামেও সস্তা
ভারতীয় স্মার্টফোন মার্কেটে অনর (Honor)-এর প্রত্যাবর্তন নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলেছে। সাম্প্রতিক বছরগুলিতে স্মার্টফোন লঞ্চ না করলেও, কোম্পানিটি সক্রিয়ভাবে এদেশের বাজারে নতুন ল্যাপটপ এবং ট্যাবলেট নিয়ে এসেছে। আর এখন, Honor Pad X9 নামে একটি নতুন ট্যাবলেটের ওপর থেকে পর্দা সরিয়েছে সংস্থা। এটি গত মাসে লঞ্চ হওয়া Honor Pad X8-এর উত্তরসূরি হিসেবে উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে এসেছে। অনরের নতুন ট্যাবলেটটি এদেশের বাজারে Realme Pad 2 এবং Oppo Pad Air-এর মতো সাথে প্রতিযোগিতা করবে। নয়া Honor Pad X9-এ রয়েছে 2K রেজোলিউশনের ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 প্রসেসর, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৭,২৫০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে এই নবাগত অনর ট্যাবলেটটির মূল্য, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।
ভারতে Honor Pad X9-এর মূল্য ও লভ্যতা
ভারতীয় বাজারে অনর প্যাড এক্স৯-এর একমাত্র ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিশেষ লঞ্চ মূল্য হল ১৪,৪৯৯ টাকা। এটি স্পেস গ্রে কালার অপশনে পাওয়া যাবে। অ্যামাজনে ট্যাবলেটির প্রি-বুকিং আজ থেকে শুরু হচ্ছে এবং আগামী ২ আগস্ট থেকে সেল চালু হবে। প্রি-বুক করা গ্রাহকরা ডিভাইসটির দামের ওপর সাথে ৫০০ টাকা ছাড় এবং বিনামূল্যে অনরের একটি ফ্লিপ কভার পাবেন।
Honor Pad X9-এর স্পেসিফিকেশন এবং ফিচার
অনর প্যাড এক্স৯ ট্যাবটি ১১.৫ ইঞ্চির ডিসপ্লের সাথে এসেছে, যা চারদিকে প্রতিসম বেজেল দ্বারা বেষ্টিত। স্ক্রিনটি 2K রেজোলিউশন, ৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে৷ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত প্যাড এক্স৯-এ মসৃণ পারফরম্যান্সের জন্য ৪ জিবি র্যাম, ৩ জিবি ভার্চুয়াল র্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ রয়েছে। অনর প্যাড এক্স৯ অ্যান্ড্রয়েড ১৩ ওএস ভিত্তিক ম্যাজিকইউআই ৭.১ (MagicUI 7.1) সফ্টওয়্যার ভার্সনে চলে।
ফটোগ্রাফির জন্য, Honor Pad X9-এর রিয়ার প্যানেলে অবস্থিত পিল-আকৃতির ক্যামেরা মডিউলের মধ্যে একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর বিদ্যমান। অডিওর জন্য, ট্যাবলেটটি হাই-রেস অডিও সার্টিফিকেশন সহ ছয়টি স্পিকার দ্বারা সজ্জিত।
পাওয়ার ব্যাকআপের জিবি, Honor Pad X9-এ শক্তিশালী ৭,২৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৩ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করে। ব্যাটারিটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ২২.৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। বাজেট রেঞ্জের এই অনর ট্যাবলেটে মাল্টি-উইন্ডো, মাল্টি-স্ক্রিন কোলাবরেশন এবং থ্রি-ফিঙ্গার সোয়াইপের মতো ফিচারগুলিও মিলবে। Honor Pad X9-এ মেটাল ইউনিবডি রয়েছে।