বড় ডিসপ্লের সাথে বাহুবলী ব্যাটারি, Huawei MatePad 12 X ট্যাবলেট গ্লোবাল মার্কেটে লঞ্চ হল
Huawei MatePad Pro 12.2 (2024) এর সাথে আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল MatePad 12 X ট্যাবলেট। হালকা ওজন ও অত্যাধুনিক ডিসপ্লের সাথে এসেছে এটি। সংস্থার তরফে জানানো হয়েছে, তরুনদের বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাবে Huawei MatePad 12 X। আর এতে অ্যাপ বা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার সময় হ্যাং করার কোনো সমস্যা দেখা যাবে না। আসুন নতুন এই ট্যাবের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Huawei MatePad 12 X এর গ্লোবাল মার্কেটে দাম
হুয়াওয়ে মেটপ্যাড ১২ এক্স ট্যাবলেটের ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৫৪৯.৯৯ পাউন্ড, যার ভারতীয় মূল্য প্রায় ৬১,০০০ টাকা। এটি দুটি কালারে পাওয়া যাবে - গ্রিন ও হোয়াইট। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে এই ট্যাব কিনলে ১০০ পাউন্ড বা প্রায় ১১,০০০ টাকা ডিসকাউন্ট ও Huawei M-Pencil বিনামূল্যে পাওয়া যাবে।
Huawei MatePad 12 X ট্যাবলেটের স্পেসিফিকেশন ও ফিচার
হুয়াওয়ের এই নতুন ট্যাবলেটে ১২ ইঞ্চি আল্ট্রা ব্রাইট পেপারমেট ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ২.৮কে রেজোলিউশন, ৩০-১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এটি সর্বোচ্চ ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ৮৮ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে।
আরও পড়ুন: চার্জ শেষ হবে না! Huawei MatePad Pro 12.2 (2024) ট্যাবলেট বিশাল বড় 10100mAh ব্যাটারি সহ লঞ্চ হল
হারমনিওএস ৪.২ অপারেটিং সিস্টেম চালিত Huawei MatePad 12 X ট্যাবলেটটি ৮ জিবি/ ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। এর পিছনে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা উপস্থিত। আর সামনে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারির কথা বললে, এই ট্যাবে ১০,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ব্যাটারি ১৪ ঘন্টা ভিডিও দেখতে দেবে। আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২ ও ইউএসবি টাইপ সি পোর্ট।