Huawei MatePad: বিশ্বের প্রথম স্যাটেলাইট কানেক্টিভভিটি যুক্ত ট্যাবলেট লঞ্চ করে চমকে দিল হুয়াওয়ে

By :  techgup
Update: 2023-11-28 18:17 GMT

হুয়াওয়ে চলতি বছর সেপ্টেম্বরে Huawei MatePad Pro ট্যাবলেটটি লঞ্চ করেছিল। এটি একটি হাই-এন্ড ডিভাইস, যা ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনে পরিপূর্ণ। ডিভাইসটি তখন একটিমাত্র ১৩.২ ইঞ্চির স্ক্রিন সাইজে উন্মোচন করা হয়েছিল। আর এখন, ব্র্যান্ডটি এই ভ্যারিয়েন্টের তুলনায় টোন-ডাউন স্পেসিফিকেশন সহ ১১ ইঞ্চির MatePad Pro লঞ্চ করেছে। ট্যাবটি ওলেড (OLED) ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮,৩০০ এমএএইচ ব্যাটারি এবং Kirin 9000s প্রসেসর অফার করে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এটিই বিশ্বের প্রথম ট্যাবলেট যা স্যাটেলাইট কানেক্টটিভিটি সাপোর্ট করে।

Huawei MatePad Pro 11 (2024)-এর স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১১ (২০২৪)-এ ১১ ইঞ্চির ওলেড ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ডাব্লিউকিউএক্সজিএ (WQXGA) রেজোলিউশন, ৬০০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্ক্রিনটি প্রতিসম বেজেল দ্বারা বেষ্টিত এবং এর ওপরের ডান কোণে একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। ট্যাবলেটটি এম-পেন্সিল নামক একটি স্টাইলাসের সাথে এসেছে, যেটিকে চুম্বকীয়ভাবে ট্যাবের পাশে সংযুক্ত করা যায়।

ফটোগ্রাফির ক্ষেত্রে, হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১১ (২০২৪)-এর রিয়ার প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউল আছে, যার মধ্যে ১৩ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের দুটি সেন্সর অবস্থান করছে। এছাড়া, ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা বিদ্যমান। পারফরম্যান্সের ক্ষেত্রে, Huawei MatePad Pro 11 (2024) Kirin 9000s প্রসেসর দ্বারা চালিত, যা ১৩.২ ইঞ্চি মডেলের তুলনায় ডাউনগ্রেড।

ট্যাবটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/ ৫১২ জিবি স্টোরেজ অপশনে এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৩০০ এমএএইচ ব্যাটারি অফার করে। Huawei MatePad Pro 11 (2024)-এ হিট ডিসিপেশন সিস্টেমও রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি মাল্টিটাস্কিং, পিসি-লেভেল অ্যাপ-এর মতো ফিচার সহ হারমনি ওএস ৪ (HarmonyOS 4) কাস্টম স্কিনে চলে। Huawei MatePad Pro 11 (2024) কোনো নেটওয়ার্ক সিগন্যাল না থাকলে দ্বিমুখী স্যাটেলাইট মেসেজিংও অফার করে।

Huawei MatePad Pro 11 (2024)-এর দাম ও লভ্যতা

চীনে Huawei MatePad Pro 11 (2024)-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫০,৫৩৫ টাকা) এবং ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৪১০ টাকা)। এটি গ্রীন, ব্লু, ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে বেছে নেওয়া যাবে। আজ থেকেই Huawei MatePad Pro 11 (2024)-এর প্রি-অর্ডার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি ৮ ডিসেম্বর থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। এই ট্যাবলেটটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Tags:    

Similar News