iQOO Pad 2: গেমিং ফোনের পর এবার গেমিং ট্যাব! বিশাল চমক নিয়ে হাজির হচ্ছে আইকো

Update: 2024-03-13 13:34 GMT

আইকো তাদের লেটেস্ট iQOO 12 এবং iQOO Neo 9 Pro স্মার্টফোনগুলির সাথে বাজারে সাড়া ফেলে দিয়েছে। ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ডটি বর্তমানে তাদের প্রোডাক্ট রেঞ্জকে আরও প্রসারিত করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি iQOO Pad 2 নামে একটি নতুন ট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করছে বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে৷ ট্যাবটিতে গেমারদের লক্ষ্য করে শক্তিশালী প্রসেসর ব্যবহার করা বলে আশা করা হচ্ছে। আইকো গত বছর তাদের প্রথম ট্যাবলেট, iQOO Pad চীনে লঞ্চ করলেও ভারতে আনেনি। তবে আশা করা হচ্ছে যে এই বছর iQOO Pad 2 এদেশের বাজারেও পা রাখবে। জল্পনা বাড়িয়ে এখন ট্যাবটির কিছু আকর্ষণীয় স্পেসিফিকেশন সামনে এসেছে।

iQOO Pad 2-এর ফিচার্স প্রকাশ্যে এল

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্ট অনুসারে, আইকো প্যাড ২ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর ও মালি জি৭২০ ইম্মরটালিস এমপি১২ জিপিইউ সহ আসতে পারে। এই ট্যাবলেটে আগের আইকো প্যাডের মতো বড় এলসিডি স্ক্রিন যুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে। আইকো প্যাড ২-এর কোডনেম PA2473 বলে জানা গেছে, যা ভিভো প্যাড ৩ প্রো ট্যাবলেটের একটি পরিমার্জিত সংস্করণ হবে বলে অনুমান করা হচ্ছে৷ ভিভোর এই নয়া ট্যাবটি ভিভো এক্স ফোল্ড ৩ সিরিজের সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

শোনা যাচ্ছে, ভিভো প্যাড ৩ প্রো-এ ৩,০৯৬ x ২,০৬৪ পিক্সেল এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ১২.৯৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯,৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত হতে পারে। এছাড়াও, এই ট্যাবলেটে ১১,৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, ভিভো প্যাড ৩ প্রো-এ মিলতে পারে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

জানিয়ে রাখি, ভিভো এ বছরের শেষার্ধে বেস Vivo Pad 3 মডেলটিও উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এটি Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দ্বারা চালিত হতে পারে। প্রসঙ্গত, ভিভোও ভারতে তাদের কোনও ট্যাবলেট এখনও লঞ্চ করেনি। তাই দুই ব্র্যান্ডের আসন্ন ট্যাবলেট নিয়ে এদেশের গ্রাহকদের মধ্যে কৌতূহল দেখা যাচ্ছে।

Tags:    

Similar News