iQOO Pad Air: আইকোর বড় চমক, ফোনের মতো দুর্ধর্ষ ফিচার্স দিয়ে আনছে নয়া ট্যাবলেট
ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ড, আইকো (iQOO) মূলত তাদের পারফরম্যান্স-কেন্দ্রিক স্মার্টফোনগুলির জন্য সুপ্রসিদ্ধ। তবে ব্র্যান্ডটি শীঘ্রই iQOO Pad Air নামে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। ট্যাবটি এখন চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ করেছে। প্রসঙ্গত আইকো তাদের প্রথম ট্যাবলেট হিসাবে গত বছর মে মাসে iQOO Pad লঞ্চ করেছিল। ফলে iQOO Pad Air ব্র্যান্ডের দ্বিতীয় ট্যাব হতে চলেছে। কি কি তথ্য উঠে এসেছে এই ট্যাবলেট সম্পর্কে, আসুন জেনে নেওয়া যাক।
iQOO Pad Air-কে দেখা গেল 3C-এর ডেটাবেসে
চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে আইকো প্যাড এয়ার “iPA2451” মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। ৩সি-এর লিস্টিং অনুসারে, এই ট্যাবলেটটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কেননা, এটি V4440L0A0-CN মডেল নম্বর যুক্ত একটি ৪৪ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টারের সাথে আসবে বলে উল্লেখ করা হয়েছে। একই মডেল নম্বর (iPA2451) সহ আইকো প্যাড এয়ার গত মাসে গুগল প্লে (Google Play)-সাপোর্টেড ডিভাইসের তালিকায় দেখা গেছে। তবে আকষর্ণীয় বিষয়টি হল, ট্যাবলেটটির কোডনেম গত বছর আগস্ট মাসে লঞ্চ হওয়া ভিভো প্যাড এয়ার-এর অনুরূপ৷ তাই মনে করা হচ্ছে যে আইকো প্যাড এয়ার সম্ভবত ভিভো প্যাড এয়ারের রিব্র্যান্ডেড সংস্করণ হবে।
জানিয়ে রাখি, ভিভো প্যাড এয়ার ডিসিআই-পি৩ কালার গ্যামেট এবং ১৪৪ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সহ বড় ১১.৫ ইঞ্চির ২.৮কে স্ক্রিন অফার করে। ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত, যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ভিভো প্যাড এয়ার-এ ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৮,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বিদ্যমান।
এছাড়া, Vivo Pad Air মডেলটি Vivo Pencil 2 স্টাইলাস সাপোর্ট করে। ট্যাবটি ৬.৬৭ মিলিমিটার স্লিম এবং ওজন ৫৩০ গ্রাম। যদিও, iQOO Pad Air-এর সম্পর্কে বিশদ তথ্য এখনও পাওয়া যায়নি, তবে সার্টিফিকেশনে ট্যাবটির উপস্থিতি আসন্ন লঞ্চের দিকে নির্দেশ করে। Vivo Pad 3 লঞ্চের পর, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে iQOO Pad Air আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে।