চার্জের চিন্তা ছাড়াই সিনেমা দেখুন, যত খুশি গেম খেলুন, Lenovo-র নয়া ট্যাবে বড় চমক!

Update: 2024-01-08 17:46 GMT

চীনের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলির একাধিক ইকোসিস্টেম ব্র্যান্ড দেখা যায়। এই ট্রেন্ড শাওমি (Xiaomi) দ্বারা জনপ্রিয় হয়৷ স্বাভাবিকভাবেই এই ব্র্যান্ডগুলি বড় প্রতিষ্ঠিত সংস্থাগুলির সেলস চ্যানেল ব্যবহার করে থাকে। লেনোভো (Lenovo)-এর এমনই একটি ব্র্যান্ড রয়েছে, যার নাম ইর‍্যাজার (Erazer)। এই ব্র্যান্ডটি এখন Erazer K30 Pad 12.6” নামে বড়-স্ক্রিনের একটি নতুন বাজেট ট্যাবলেট লঞ্চ করেছে। এই ট্যাবটি আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G99 প্রসেসর, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ব্যাপক শক্তিশালী ১২,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন Erazer K30 Pad 12.6” ট্যাবলেটটির স্পেসিফিকেশন, মূল্য এবং লভ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Erazer K30 Pad 12.6”-এর স্পেসিফিকেশন

নতুন ইর‍্যাজার কে৩০ ১২.৬” ট্যাবলেটটিতে মেটাল ইউনিবডি ডিজাইন রয়েছে। ক্যামেরা আইল্যান্ডটি Xiaomi Pad 6 সিরিজের সাথে সাদৃশ্যপূর্ণ। ট্যাবটি ৭.৮ মিলিমিটার স্লিম এবং ওজন ৬৫০ গ্রাম। সামনে ১২.৬ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে। ডিসপ্লেটি ২,৫৬০ x ১,৬০০ পিক্সেলের রেজোলিউশন এবং ৩৫০ নিট পিক ব্রাইটনেস লেভেল, এনটিএসসি (NTSC) কালার গ্যামটের ৭২% কভারেজ এবং ১,৫০০:১ কনট্রাস্ট রেশিও অফার করে। ইর‍্যাজার কে৩০ ১২.৬” ট্যাবটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত। চিপসেটটি ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, ইর‍্যাজার কে৩০ ১২.৬”-এ একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে 4G, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট (৫১২ জিবি পর্যন্ত) এবং কোয়াড স্পিকার থাকলেও, কোনও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত নেই। পরিশেষে, ইর‍্যাজার কে৩০ ১২.৬” শক্তিশালী ১২,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট ইউএসবি পিডি চার্জিং সাপোর্ট করে।

Erazer K30 Pad 12.6”-এর মূল্য ও লভ্যতা

চীনা বাজারে Erazer K30 Pad 12.6”-এর একমাত্র ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৩,৪০০ টাকা)। এটি বর্তমানে লেনোভোর জেডি (JD) স্টোরে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। তবে এই ট্যাবলেটটি সম্ভবত অফিসিয়ালি গ্লোবাল মার্কেটে প্রবেশ করবে না।

Tags:    

Similar News