Lenovo Tab M11: গমগম করবে সাউন্ড, ডলবি সাপোর্ট সহ কোয়াড স্পিকারযুক্ত ট্যাব লঞ্চ করল লেনোভো

Update: 2024-01-10 02:13 GMT

লেনোভো আজ লাস ভেগাসে আয়োজিত কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২৪ (CES 2024)-এ তাদের নতুন Lenovo Tab M11 ট্যাবলেটটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। Lenovo Tab M10-এর উত্তরসূরিটি কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেডের সাথে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বড় ১১ ইঞ্চি ডিসপ্লে এবং কিছু আকর্ষণীয় প্রি-ইনস্টল করা অ্যাপ, যেমন হাতের লেখাকে টেক্সটে রূপান্তরিত করার জন্য নেবো (Nebo) এবং ডিসপ্লেতে লেখা বা গণনার জন্য মাইস্ক্রিপ্টক্যালকুলেটর ২ (MyScriptCalculator 2)। আসুন নয়া Lenovo Tab M11-এর সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Lenovo Tab M11-এর ফিচার এবং স্পেসিফিকেশন

লেনোভো ট্যাব এম১১ ট্যাবলেটে ১১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ১,৯২০×১,২০০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট দ্বারা চালিত। এটি
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করে। ট্যাব এম১১ ট্যাবলেটটি দুটি সফ্টওয়্যার আপডেট এবং ২০২৮ সাল পর্যন্ত সিকিউরিটি প্যাচ পাবে বলে জানা গেছে।

মেমরি ও স্টোরেজের ক্ষেত্রে, লেনোভো ট্যাব এম১১ তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এসেছে। এর বেস মডেলটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করে, আর মধ্যম-স্তরের ভ্যারিয়েন্টটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এছাড়া, টপ-এন্ড মডেলটিতে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে। তবে ইউজাররা এর থেকেও বেশি স্টোরেজ চাইলে, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবেন।

ক্যামেরার ক্ষেত্রে, লেনোভো ট্যাব এম১১-এর পিছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। তবে লেনোভো জানিয়েছে যে, কিছু দেশে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হবে। ট্যাবটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান। এছাড়া, ট্যাবটিতে নেবো, মাইস্ক্রিপ্টক্যালকুলেটর ২ এবং ডাব্লিউপিএস অফিসের মতো অনেকগুলি অ্যাপও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Lenovo Tab M11-এ বড় ৭,০৪০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ট্যাবে ডলবি অ্যাটমস (Dolby Atmos) সাপোর্ট সহ কোয়াড স্পিকার বর্তমান।

Lenovo Tab M11-এর মূল্য এবং লভ্যতা

Lenovo Tab M11 লুনা গ্রে এবং সীফোম গ্রীন কালারে বেছে নেওয়া যাবে। এটি আগামী এপ্রিল মাসে ১৭৯ ডলার (প্রায় ১৪,৯০০ টাকা) প্রারম্ভিক মূল্যে কেনার জন্য উপলব্ধ হবে। ভারতের বাজারে এটি কবে প্রবেশ করবে, তা এখনও ঘোষণা করেনি লেনোভো।

Tags:    

Similar News