Lenovo Xiaoxin Pad Pro 12.7: লেনোভো আনল দুর্দান্ত ট্যাবলেট, জেবিএল সাউন্ড সহ পাবেন বড় ব্যাটারি

By :  ANKITA
Update: 2024-07-27 10:57 GMT

লেনোভো আজ চীনে নতুন জিয়াওক্সিন প্যাড প্রো ১২.৭ ট্যাবলেট লঞ্চ করেছে। লেনোভো দুটি ভিন্ন ভ্যারিয়েন্টে এটি লঞ্চ করেছে - স্ট্যান্ডার্ড মডেল এবং কনফোর্ট মডেল। যদিও উভয়ের স্পেসিফিকেশন একই। তবে বিশেষ বিষয় হচ্ছে কমফোর্ট এডিশনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো কিছু পড়তে আরো সুবিধা হয়। আসুন লেনোভো জিয়াওক্সিন প্যাড প্রো ১২.৭ ট্যাবলেটের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম জেনে নেওয়া যাক।

লেনোভো জিয়াওক্সিন প্যাড প্রো ১২.৭ কমফোর্ট এডিশনে পাওয়া যাবে পেপারের মতো অভিজ্ঞতা

লেনোভো জিয়াওক্সিন প্যাড প্রো ১২.৭ এর দুটি মডেলেই ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, পি৩ কালার গ্যামুট এবং ডলবি ভিশন সাপোর্ট সহ ১২.৭-ইঞ্চি ২.৯কে ডিসপ্লে রয়েছে। তবে কমফোর্ট এডিশন পেপার মতো পড়ার অভিজ্ঞতা অফার করে। এর ১২.৭-ইঞ্চি স্ক্রিনে "কমফোর্ট সফট লাইট" প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কনটেন্ট পড়তে সুবিধা করবে। লেনোভো দাবি করেছে যে এই মডেলটি ৬৩% পর্যন্ত পেপারের মতো লুক অফার করে, যা ইবুক পড়তে পছন্দকারীদের সাহায্য করবে।

দুটি মডেলের মধ্যে আরেকটি প্রধান পার্থক্য মেমরি কনফিগারেশনে। লেনোভো জিয়াওক্সিন প্যাড প্রো ১২.৭ এর স্ট্যান্ডার্ড এবং কনফোর্ট‌ মডেল ৮ জিবি র‌্যামের সাথে ১২৮ জিবি বা ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে, তবে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশনেও কেনা যাবে।

এই পার্থক্য ছাড়া, উভয় ভ্যারিয়েন্টের বৈশিষ্ট্য একই। এই ট্যাবলেটে ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য ১০,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ট্যাবলেটে জেবিএল দ্বারা টিউন করা কোয়াড-স্পিকার সেটআপ বর্তমান। এতে স্টাইলিস সাপোর্ট করবে।

লেনোভো জিয়াওক্সিন প্যাড প্রো ১২.৭ এর দাম

লেনোভো জিয়াওক্সিন প্যাড প্রো ১২.৭ এর বেস মডেল অর্থাৎ ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট কিনতে ২,০৯৯ ইউয়ান (প্রায় ২৪,৪০০ টাকা), ৮ জিবি + ২৫৬ জিবি মডেলের জন্য ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,৩০০ টাকা) এবং ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের জন্য ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৮,৮০০ টাকা) খরচ হবে।

এদিকে কমফোর্ট এডিশনের ৮ জিবা + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৭,৭০০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,০০০ টাকা)। ট্যাবলেটটির প্রথম সেল শুরু হবে ২৭ জুলাই থেকে।

Tags:    

Similar News