আগামী মাসেই Apple-এর বড় চমক, বাহুবলী প্রসেসর সহ লঞ্চ হতে পারে নতুন iPad Pro ও iPad Air
অ্যাপল (Apple)-এর নতুন iPad মডেলের জন্য খুব বেশিদিন আর অপেক্ষা করতে হবে না। আপগ্রেড করা iPad Air এবং iPad Pro সম্পর্কে কয়েক মাস ধরেই ইন্টারনেটে নানা তথ্য ভেসে বেড়াচ্ছে। তার মধ্যে ট্যাবগুলির লঞ্চে বিলম্ব হওয়ার কোথাও শোনা যাচ্ছিলো। কিন্তু এখন এক নির্ভরযোগ্য সূত্র মারফৎ জানা গেছে যে, নতুন iPad সিরিজ আগামী মে মাসের প্রথম দিকে লঞ্চ হতে পারে।
নিউ-জেনারেশন Apple iPad Air এবং iPad Pro মে মাসে লঞ্চ হতে পারে
অ্যাপল সম্পর্কিত সঠিক খবর প্রচারের জন্য সুপরিচিত ব্লুমবার্গের সাংবাদিক মার্ক গারম্যান তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে জানিয়েছেন যে, নতুন আইপ্যাডগুলি সম্ভবত মে-এর সপ্তাতে আত্মপ্রকাশ করবে, অর্থাৎ প্রায় এক মাস পরেই। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, শুধুমাত্র নতুন আইপ্যাড প্রো এবং আইপ্যাড এয়ার মডেলই নয়, তার পাশাপাশি ম্যাজিক কীবোর্ড (Magic Keyboard) এবং অ্যাপল পেন্সিল (Apple Pencil) স্টাইলাসটিও আপডেট করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, মার্ক গারম্যান আইপ্যাড প্রো-তে উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে বলে জানিয়েছিলেন, যার মধ্যে রয়েছে শক্তিশালী অ্যাপল এম3 চিপসেট, ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং 11 ইঞ্চি ও 13 ইঞ্চি - উভয় মাপের ওলেড (OLED) ডিসপ্লে। স্বাভাবিকভাবেই, ওলেড প্রযুক্তি ব্যবহার হওয়ায় প্রো মডেলগুলির দাম বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
তাছাড়াও গারম্যান আরও বলেছেন যে, অ্যাপল স্ট্যান্ডার্ড iPad এবং iPad Mini আপডেট করার জন্যও পরিকল্পনা করছে। তবে এই মডেলগুলি খুব শীঘ্রই বাজারে আসছে না। সাংবাদিক এও জানান যে, বেস iPad মডেলের নতুন সংস্করণটি 2022-এর দশম প্রজন্মের মডেলের থেকে কম মূল্যের হতে পারে। অন্যদিকে, iPad Mini-তে তার পরিচিত ফর্ম ফ্যাক্টর এবং বৈশিষ্ট্যগুলি বজায় রেখে শুধু প্রসেসর আপগ্রেড করা হতে পারে।
আপাতত অ্যাপল নিশ্চিত করেছে যে, এ বছরের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স (WWDC 2024) আগামী 10 থেকে 14 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোম্পানি আইওএস 18 সফ্টওয়্যার ভার্সনে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) ফিচার্স যুক্ত করে বর্তমানে সময়ে এআই-এর দৌড়ে অনেকটা এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে৷