Red Magic Gaming Tab: গেমিং ফোনের পর এবার গেমিং ট্যাব, নুবিয়ার ম্যাজিকে বিশ্ব চমকে উঠবে

Update: 2023-07-01 11:37 GMT

নুবিয়া (Nubia) তাদের গেমিং স্মার্টফোন Red Magic এর পরবর্তী জেনারেশন লঞ্চের তারিখ অফিশিয়ালি ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে, Snapdragon 8 Gen 2 প্রসেসরের ওভারক্লকড ভার্সন সহ Red Magic 8S Pro আগামী ৫ জুলাই চীনে লঞ্চ হবে। তারপরেই আনটুটু কর্তৃপক্ষ Red Magic 8S Pro-এর বেঞ্চমার্ক পারফরম্যান্স প্রকাশ করে একটি পোস্টার শেয়ার করেছে। এদিকে 8S Pro-র পাশাপাশি নুবিয়া একটি গেমিং ট্যাবলেটও বাজারে আনবে বলে শোনা যাচ্ছে, যদিও ডিভাইসটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। জল্পনা বাড়িয়ে এখন এক টিপস্টার ওই গেমিং ট্যাবলেটের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি প্রকাশ্যে এনেছেন।

Red Magic 8S Pro-এর AnTuTu বেঞ্চমার্ক স্কোর

রেডম্যাজিক ৮এস প্রো আনটুটু বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে NX729S_V1A মডেল কোড সহ উপস্থিত হয়েছে। এটি প্রকাশ করে যে এটি ৩.৩৬ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের লিডিং ভার্সন, ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম, ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস সহ আসবে।

ফোনের উল্লিখিত ভ্যারিয়েন্টটি আনটুটু বেঞ্চমার্কিং টেস্টে ১৭,০৪,০২০ পয়েন্টের অসাধারণ স্কোর অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া অন্যান্য রিপোর্ট থেকে জানা গেছে যে, রেডম্যাজিক ৮এস প্রো একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা, সর্বাধিক ২৪ জিবি র‍্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ এবং ১৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

Red Magic গেমিং ট্যাবলেট: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন-এর দাবি, নুবিয়া রেড ম্যাজিক গেমিং ট্যাবলেটে বড় ফর্ম ফ্যাক্টর থাকবে। কারণ এটি ১২.১ ইঞ্চির হাই-রেজোলিউশন ডিসপ্লের সাথে আসবে। কোম্পানিটি তাদের প্রথম গেমিং ট্যাবলেটে এলসিডি প্যানেল ব্যবহার করবে না ওলেড স্ক্রিন - তা এখনও স্পষ্ট নয়। তবে রেড ম্যাজিক গেমিং ট্যাবে কোয়ালকমের ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার হবে বলে জানা গেছে, যা এর আগে ZTE Axon Pad এবং Xiaomi Pad 6 Pro-তেও রয়েছে। আসন্ন ট্যাবটি ১২ জিবি র‍্যাম অফার করতে পারে।

আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Red Magic-এর নতুন গেমিং ট্যাবলেটটি বড় ১০,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করতে পারে। এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে ট্যাবলেটটি ৫জি সংস্করণেও বাজারে আসবে। তবে, বর্তমানে এর ক্যামেরা বা বাণিজ্যিক নাম সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। আগামী ৫ জুলাই লঞ্চ ইভেন্টের আগে কোম্পানিটি এই ট্যাবের বিষয়ে কিছু জানায় কিনা, তাই এখন দেখার।

Tags:    

Similar News