Nubia Pad 3D II: ডিসপ্লের দিকে সারাদিন তাকিয়ে থাকবে, থ্রিডি প্রযুক্তি ও 10000mAh ব্যাটারি সহ এল এই ট্যাব

By :  techgup
Update: 2024-02-27 11:37 GMT

বার্সোলোনায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস টেক ইভেন্ট ২০২৪ (MWC 2024)। এই ইভেন্টে ZTE আজ তাদের 5G ও AI টেকনোলজি সহ আসা Nubia Pad 3D II এর উপর থেকে পর্দা সরালো। এই ট্যাবলেট থ্রিডি ভিউয়ের অভিজ্ঞতা দেবে। এছাড়াও পূর্বসূরী Nubia Pad 3D এর থেকে নয়া ডিভাইসটি রেজোলিউশন ও ব্রাইটনেসে ৮০ শতাংশ পর্যন্ত উন্নতি দেখাবে।

Nubia Pad 3D II লঞ্চ হল AI ফিচারের সাথে

Nubia Pad 3D II ইউনিক লিকুইড ক্রিস্টাল লেন্সের সাথে এসেছে, যা প্রাণবন্ত ছবি ক্লিক করতে দেবে। তবে ট্যাবটির অন্যতম আকর্ষণ এআই এর অন্তর্ভুক্তি, যা আই ট্র্যাকিং ইঞ্জিন ও ৮৬ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল অফার করবে। মূলত এই দুই ফিচারের কারণে ট্যাবলেটটি থ্রিডি ভিউ অফার করতে সক্ষম হবে।

পারফরম্যান্সের জন্য Nubia Pad 3D II-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, এলপিডিডিআর৫এক্স র‌্যাম ও ইউএফএস ৪.০ স্টোরেজ ব্যবহার করা হয়েছে। আবার এতে আছে ১২.১ ইঞ্চি ২.৫কে (২৫৬০ x ১৬০০ পিক্সেল) রেজোলিউশনের ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর এতে পাওয়ার ব্যাকআপের জন্য ১০,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

তবে বিশেষ বিশেষ ফিচার সামনে এলেও Nubia Pad 3D II এর দাম এখনও ঘোষণা করা হয়নি। আশা করা যায় শীঘ্রই বিভিন্ন দেশে ট্যাবটি লঞ্চ হবে এবং এর মূল্য জানা যাবে।

Tags:    

Similar News