গান-ছবি-ভিডিয়ো জন্য অঢেল জায়গা, নতুন ট্যাবের র‍্যাম ও স্টোরেজ প্রকাশ করল OnePlus

Update: 2023-09-30 04:32 GMT

ওয়ানপ্লাস আগামী সপ্তাহে ভারতে তার দ্বিতীয় ট্যাবলেট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যা OnePlus Pad Go নামে একটি সাশ্রয়ী মূল্যের ট্যাব হিসাবে আত্মপ্রকাশ করবে। ওয়ানপ্লাস ইতিমধ্যেই ট্যাবটির বিভিন্ন ফিচার্স টিজ করছে। OnePlus Pad Go লঞ্চের পর বাজারে উপলব্ধ শাওমি (Xiaomi), রিয়েলমি (Realme), মোটোরোলা (Motorola), লেনোভো (Lenovo)-এর মতো ব্র্যান্ডের ট্যাবলেটকে টক্কর দেবে। আর এখন ওয়ানপ্লাসের পক্ষ থেকে OnePlus Pad Go-এর আরও কিছু নতুন বিবরণ প্রকাশ করা হয়েছে।

OnePlus Pad Go-এর মেমরি, কানেক্টিভিটি অপশন

ওয়ানপ্লাস প্যাড গো ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। তবে একটাই নাকি আরও মেমরি ভ্যারিয়েন্ট লঞ্চের পর বাজারে আসবে কিনা, সেটাই দেখার। দ্রুততর ইন্টারনেট স্পিডের জন্য, আসন্ন ট্যাবলেটটি ডায়নামিক এলটিই কানেক্টিভিটি এবং ৫জি সেলুলার ডেটা শেয়ারিং-এর সাথে আসবে বলেও নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও জানানো হয়েছে যে, ওয়ানপ্লাস প্যাড গো শুধু ওয়াই-ফাই ভার্সনেও উপলব্ধ হবে। আরেকটি টিজার প্রকাশ করেছে যে, ওয়ানপ্লাস প্যাড গো-তে চোখের উপর চাপ কমাতে লো ব্লু লাইট প্রযুক্তি এবং ইন্ট্যালিজেন্ট ব্রাইটনেস সহ টিইউভিউ-সার্টিফায়েড ডিসপ্লে থাকবে।

এছাড়া, অন্যান্য টিজার অনুসারে, OnePlus Pad Go-তে 2.K পিক্সেল স্ক্রিন রেজোলিউশন এবং ৭:৫ অ্যাসপেক্ট রেশিও সহ ১১.৩৫ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এতে বৃত্তাকার ক্যামেরা মডিউল সহ ডুয়েল-টোন ফিনিশ ব্যাক প্যানেল ডিজাইন দেখা যাবে। ট্যাবলেটটিতে ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা কোয়াড স্পিকার সেটআপ থাকার বিষয়টিও কনফার্ম করা হয়েছে। এটি ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন (Amazon) এবং ফ্লিপকার্ট (Flipkart)-এ বিক্রি হবে।

সূত্র মারফৎ আরও জানা গেছে যে, OnePlus Pad Go-এ MediaTek Helio G99 প্রসেসর ব্যবহৃত হবে। দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য, বড় ৮,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য, ট্যাবলেটটিতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে। আগামী ৬ অক্টোবর লঞ্চের সময় OnePlus Pad Go-এর দাম সহ বাকি বিবরণগুলি প্রকাশ করা হবে।

Tags:    

Similar News