ফ্লিপকার্টের সামান্য ভুলে ভারতে OnePlus Pad এর দাম ফাঁস হয়ে গেল, iPad-কে জোর টক্কর

Update: 2023-04-20 06:22 GMT

গত ফেব্রুয়ারিতে ওয়ানপ্লাস তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ OnePlus 11 স্মার্টফোনটির পাশাপাশি OnePlus Pad ট্যাবলেটটিও বিশ্ববাজারে উন্মোচন করেছিল। এটি ব্র্যান্ডের প্রথম ট্যাবলেট হলেও, গ্লোবাল মার্কেটের জন্য Oppo Pad 2-এর রিব্র্যান্ডেড সংস্করণ ছিল। OnePlus Pad-এর ওপর থেকে পর্দা সরানোর পর দুই মাসেরও বেশি সময় কেটে গেছে, কিন্তু ট্যাবটি এখনও বিক্রির জন্য উপলব্ধ হয়নি। যদিও সম্প্রতি, কোম্পানিটি বেশ কয়েকটি দেশে ট্যাবলেটটির জন্য প্রি-অর্ডার গ্রহণ করা শুরু করেছে। তবে এর দাম আগামী ২৫ এপ্রিল প্রকাশ করা হবে বলে জানা গেছে। গত সপ্তাহে একটি সূত্রে ভারতে ওয়ানপ্লাসের ট্যাবলেটটির দামের পরিসর কত হতে পারে, সেসম্পর্কে একটা আভাস পাওয়া যায়। আর এখন, ফ্লিপকার্ট (Flipkart)-এর একটি তালিকা হঠাৎই OnePlus Pad-এর নির্দিষ্ট খুচরা মূল্যটি প্রকাশ করেছে। আসুন তাহলে এটি দেখে নেওয়া যাক।

ফাঁস হল OnePlus Pad-এর ভারতীয় মূল্য

মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুযায়ী, রবিন এওয়াইএন ইউজার নেমের এক টুইটার ব্যবহারকারী ফ্লিপকার্ট (Flipkart)-এ ওয়ানপ্লাস প্যাড-এর তালিকাটি স্পট করেছেন। যদিও এখন সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, ইকমার্স প্ল্যাটফর্মটি ভুলবশত তালিকাটি প্রকাশ করে ফেলেছে। তবে সৌভাগ্যক্রমে, ডিলিট করার আগেই ওই টুইটার ইউজার লিস্টিংটির কয়েকটি স্ক্রিনশট নিয়েছেন। এই ছবিগুলি প্রকাশ করেছে যে, ওয়ানপ্লাস প্যাড-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা হতে পারে। যেখানে, এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম হতে পারে ৩৯,৯৯৯ টাকা। এটি একটি হ্যালো গ্রীন কালার অপশনে বিক্রি করা হবে।

উল্লেখযোগ্যভাবে, এই দামগুলি যদি সত্য হয়, তাহলে ওয়ানপ্লাস প্যাড ভারতে দশম প্রজন্মের আইপ্যাড এবং পঞ্চম প্রজন্মের আইপ্যাড এয়ার-এর চেয়ে বেশি সাশ্রয়ী হবে। এমনকি অ্যান্ড্রয়েড ট্যাবলেটের দিক থেকেও, এটি গ্যালাক্সি ট্যাব এস৮-এর পাশাপাশি লেনোভো ট্যাব পি১১ প্রো জেন ২-এর থেকেও সস্তা হবে।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, OnePlus Pad-এ ডলবি ভিশন সাপোর্ট সহ বড় ১১.৬ ইঞ্চির ১০-বিট এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে।

আবার ফটোগ্রাফির জন্য, OnePlus Pad-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ট্যাবটি শক্তিশালী ৯,৫১০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।

এছাড়াও, OnePlus Pad-এ কোয়াড স্টেরিও স্পিকার মিলবে, তবে এতে ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকের অভাব রয়েছে। পরিশেষে, ওয়ানপ্লাসের ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ (OxygenOS 13.1) ইউজার ইন্টারফেসে রান করে।

Tags:    

Similar News