Oppo Pad 2: চার্জ হবে দ্রুত, ব্যাটারিও বড়, ট্যাবের সব চাহিদা পূরণে আসছে ওপ্পো প্যাড ২

Update: 2022-11-25 14:36 GMT

করোনাকালে বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ প্রতিটি মানুষ অফিসের কাজকর্ম থেকে শুরু করে স্কুলের পড়াশোনা- সবটাই সেরেছে গৃহবন্দি হয়েই। আর সেইসব কাজকর্ম সম্পাদন করার জন্য ভালো মানের ট্যাবলেটের চাহিদাও বেড়ে যায় অনেকটাই। এই সুযোগে বিভিন্ন গ্যাজেট নির্মাতারা ট্যাবলেটের বাজারে নিত্যনতুন ডিভাইস আনার জন্য উদ্যোগী হয়ে ওঠে। এক্ষেত্রে ব্যতিক্রম ছিল না জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পোও।

গত ফেব্রুয়ারি মাসে সংস্থাটি তাদের প্রথম ট্যাবলেট হিসাবে Oppo Pad লঞ্চ করেছিল। এবার সেটির আপগ্রেড ভার্সন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে চীনা সংস্থাটি। OPPO Pad 2 সম্পর্কে এখন বেশ কিছু তথ্য সামনে এসেছে। প্রথম ট্যাবটি Qualcomm Snapdragon 870 প্রসেসর দ্বারা চালিত হলেও, এর আপকামিং মডেল Pad 2 MediaTek Dimensity 9000 চিপের সাথে আসবে বলে দাবি করা হয়েছে।

ওপ্পো প্যাড ২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Oppo Pad 2 Expected Specifications

ওপ্পো প্যাড ২-এ ১১ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকবে, যা ২.৮কে (২,৮০০ x ২,০০০ পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করবে বলেই খবর। আগের মডেলের এলসিডি স্ক্রিনটি একই আকারের কিন্তু সেটি ২,৫৬০ x ১,৬০০ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। নতুন ওপ্পো ট্যাবলেট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপসেট দ্বারা চালিত হবে। এটি দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি আরও বড় ব্যাটারি পাবে। এই তথ্যগুলিই আপাতত সামনে এসেছে।

এদিকে ওপ্পো ডিসেম্বরে আয়োজিত ইনো ডে ২০২২ (INNO Day 2022) ইভেন্টে তাদের নতুন ফাইন্ড এন২ এবং ফাইন্ড এন২ ফ্লিপ প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। একই ইভেন্টে, আসন্ন Find X6 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি সম্পর্কেও তথ্য প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তবে, এটা এখনও পরিষ্কার নয় যে, কোম্পানিটি ডিসেম্বরে তাদের নতুন ফোল্ডেবল ফোনের সাথে ওপ্পো প্যাড ২ ট্যাবলেটটিও সর্বসমক্ষে আনবে কিনা।

ওপ্পো প্যাড-এর স্পেসিফিকেশন - Oppo Pad Specifications

ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Oppo Pad-এ ১১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে যা ২,৫৬০ x ১,৬০০ পিক্সেল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও অফার করে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা চালিত ডিভাইসটিতে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ পাওয়া যায়।

ফটোগ্রাফির জন্য, Oppo Pad-এ একটি এলইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার-ফেসিং ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ট্যাবলেটটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৩৬০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এটি দেশীয় বাজারে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,২০০ টাকা) প্রারম্ভিক মূল্যে লঞ্চ হয়েছে।

Tags:    

Similar News